বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১২:০২, ২০ আগস্ট ২০২৫

আপডেট: ১২:০৬, ২০ আগস্ট ২০২৫

তীব্র তাপদাহে পুড়ছে ইউরোপ, স্পেনে মৃত্যু ১১৫০

তীব্র তাপদাহে পুড়ছে ইউরোপ, স্পেনে মৃত্যু ১১৫০
ছবি: ইন্টারনেট

ইউরোপজুড়ে তীব্র তাপদাহের মধ্যে স্পেনে টানা ১৬ দিনের ভয়াবহ তাপপ্রবাহে এক হাজার একশোরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটির কার্লোস তৃতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী, ৩ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত সময়ে অন্তত ১ হাজার ১৫০ জনের মৃত্যু ঘটেছে। সংস্থাটির ধারণা, এ অতিরিক্ত মৃত্যু মূলত অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার প্রভাবেই হয়েছে।

স্পেনের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, গবেষণায় ব্যবহার করা হয়েছে দেশের মর্টালিটি মনিটরিং সিস্টেম (MoMo)। এটি ঐতিহাসিক মৃত্যুহারের সঙ্গে বর্তমান তথ্য তুলনা করে অতিরিক্ত মৃত্যুর কারণ নির্ধারণ করে। পাশাপাশি জাতীয় আবহাওয়া সংস্থা AEMET–এর তথ্যও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

যদিও MoMo সরাসরি উচ্চ তাপমাত্রাকে মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করেনি, তবে বিশেষজ্ঞরা মনে করছেন তীব্র তাপপ্রবাহই এসব অতিরিক্ত মৃত্যুর প্রধান কারণ।

এর আগে গত জুলাইয়েও প্রতিষ্ঠানটি জানায়, স্পেনে অন্তত ১ হাজার ৬০ জন মানুষ অতিরিক্ত তাপদাহে মারা গেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৭ শতাংশ বেশি।

আবহাওয়া ও জলবায়ুবিদরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে বিশ্বজুড়ে তাপপ্রবাহ আরও দীর্ঘস্থায়ী, তীব্র এবং ঘন ঘন হয়ে উঠছে।

সর্বশেষ