বুধবার, ০৬ আগস্ট ২০২৫

|২১ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৫:৫২, ২৬ জুলাই ২০২৫

ইরানের আদালত ভবনে জঙ্গি হামলায় নিহত অন্তত ৫

ইরানের আদালত ভবনে জঙ্গি হামলায় নিহত অন্তত ৫
ছবি: ইন্টারনেট

ইরানের দক্ষিণপূর্বাঞ্চলের সিস্তান-বালুচিস্তান প্রদেশের একটি আদালত ভবনে সুন্নি চরমপন্থি জঙ্গিগোষ্ঠী জায়েশ আল-আদলের সশস্ত্র হামলায় অন্তত পাঁচজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। শিয়া সংখ্যাগরিষ্ঠ এ দেশটির গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে এক মা ও তার সন্তানও রয়েছে।

হামলার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে তিন হামলাকারীও নিহত হয় বলে জানিয়েছেন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য নিশ্চিত করেছে।

রাজধানী জাহেদানের ওই আদালত ভবনে সন্ত্রাসীরা হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করে হামলা শুরু করে। পরে জায়েশ আল-আদল তাদের টেলিগ্রাম চ্যানেলে হামলার দায় স্বীকার করে এবং নিরাপত্তাজনিত কারণে বেসামরিক নাগরিকদের সংঘর্ষস্থল ত্যাগের আহ্বান জানায়।

বালুচ মানবাধিকার সংগঠন হালভস প্রত্যক্ষদর্শীদের বরাতে জানায়, হামলাকারীরা আচমকা বিচারকদের চেম্বারে ঢুকে পড়ে এবং বিচার বিভাগের কর্মী ও নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালায়।

সিস্তান-বালুচিস্তান প্রদেশে মূলত সুন্নি মুসলিম বালুচ সংখ্যালঘুদের বসবাস, যারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক অবহেলা ও অর্থনৈতিক বঞ্চনার অভিযোগ করে আসছে।

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী এ অঞ্চলে প্রায়ই নিরাপত্তা বাহিনী ও সুন্নি জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘর্ষ ঘটে। ইরান সরকার বলছে, এসব গোষ্ঠীর সঙ্গে বিদেশি শক্তির সংশ্লিষ্টতা রয়েছে এবং তারা সীমান্ত এলাকায় চোরাচালান ও দেশবিরোধী তৎপরতায় লিপ্ত।