ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে। শুক্রবার (২৫ জুলাই) এক বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি ছোড়ার পর ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজতে থাকে। পরে ইসরায়েলি বিমান বাহিনী সেটিকে আকাশেই ধ্বংস করে।
ইসরায়েলি দৈনিক ইয়েদিয়োথ আহারোনোথ জানায়, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনায় দক্ষিণ নেগেভ ও মৃত সাগর এলাকার আরাদ, কিরিয়াত আরবা এবং আইন গেদিতে সাইরেন বাজে।
হুথি গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে হামলার মাত্রা বাড়িয়েছে। বিশেষ করে মার্চে গাজায় দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে ইসরাইল নতুন করে অভিযান শুরু করলে হুথিরা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করে।
২০২৩ সালের নভেম্বর থেকে হুথিরা লোহিত সাগর, অ্যাডেন উপসাগর এবং আরব সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। তারা জানিয়েছে, গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি নিপীড়নের প্রতিবাদেই এসব হামলা চালানো হচ্ছে।
জাতিসংঘ এবং ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৫৯ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
হুথিদের হামলার জবাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একাধিকবার ইয়েমেনে বিমান হামলা চালালেও হুথিদের আক্রমণ এখনো পুরোপুরি থামেনি।
সূত্র: আনাদোলু