শনিবার, ০৯ আগস্ট ২০২৫

|২৩ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৪, ৭ জুলাই ২০২৫

আপডেট: ১৭:৩৫, ৭ জুলাই ২০২৫

বাংলাদেশিদের ‘সুবর্ণ সুযোগ, গোল্ডেন ভিসা দিবে দুবাই!

বাংলাদেশিদের ‘সুবর্ণ সুযোগ, গোল্ডেন ভিসা দিবে দুবাই!

সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা সাধারণত বড় অঙ্কের বিনিয়োগ বা সম্পত্তি কেনার সঙ্গে সম্পৃক্ত ছিল। তবে এবার দেশটি ভারত ও বাংলাদেশের নাগরিকদের জন্য এনেছে এক নতুন ধরনের গোল্ডেন ভিসা, যার জন্য আর বিশাল অঙ্কের ব্যবসা বা সম্পত্তি বিনিয়োগের প্রয়োজন নেই।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানায়, এতদিন পর্যন্ত দুবাইয়ের গোল্ডেন ভিসা পেতে দেশটিতে ব্যবসা স্থাপন কিংবা অন্তত দুই মিলিয়ন দিরহাম (বাংলাদেশি টাকায় প্রায় ৬ কোটি ৬৮ লাখ) মূল্যের সম্পত্তি কেনার শর্ত ছিল। কিন্তু নতুনভাবে চালু হওয়া এই মনোনয়ন-ভিত্তিক ভিসার আওতায় মাত্র ১ লাখ দিরহাম (প্রায় ৩৩ লাখ টাকা) ফি দিয়েই মিলছে গোল্ডেন ভিসার সুযোগ।

এই ভিসা মূলত নির্দিষ্ট কিছু যোগ্যতা ও ব্যাকগ্রাউন্ড যাচাইয়ের ভিত্তিতে দেওয়া হবে। আবেদনকারীর অপরাধমূলক রেকর্ড, অর্থপাচার সংশ্লিষ্টতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কার্যকলাপ যাচাই করে ভিসার সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশেষজ্ঞদের মতে, এটি ভারতের ও বাংলাদেশের নাগরিকদের জন্য এক বড় সুযোগ। তিন মাসের মধ্যেই প্রায় ৫ হাজার ভারতীয় এই ভিসার জন্য আবেদন করতে প্রস্তুত বলে ধারণা করা হচ্ছে।

ভিসার সবচেয়ে বড় সুবিধা হলো, এটি সম্পত্তি-ভিত্তিক নয়। অর্থাৎ, সম্পত্তি বিক্রি হয়ে গেলেও এই ভিসা বাতিল হবে না। একবার পাওয়া গেলে এটি দীর্ঘমেয়াদে স্থায়ী হবে।

ভিসাপ্রাপ্তরা তাদের পরিবারকে সঙ্গে নিয়ে যেতে পারবেন, গৃহকর্মী ও চালক নিয়োগ দিতে পারবেন এবং চাইলে ব্যবসা কিংবা পেশাদার কাজেও যুক্ত হতে পারবেন।

এই পরীক্ষামূলক প্রকল্প পরিচালনার দায়িত্বে আছে ‘রায়াদ গ্রুপ’, যাদের ব্যবস্থাপনা পরিচালক রায়াদ কামাল আইয়ুব এই উদ্যোগকে ভারত ও বাংলাদেশের নাগরিকদের জন্য ‘সুবর্ণ সুযোগ’ হিসেবে দেখছেন।

আবেদন গ্রহণ করা হচ্ছে ওয়ান ভাস্কো (One VASCO) সেন্টার, নিবন্ধিত অফিস, অনলাইন পোর্টাল ও ডেডিকেটেড কল সেন্টারের মাধ্যমে। যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংযুক্ত আরব আমিরাত সরকারের সংশ্লিষ্ট দপ্তর।

এই নতুন পদক্ষেপ সংযুক্ত আরব আমিরাতের অভিবাসন নীতিতে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এবং মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে বসবাস বা কাজ করতে আগ্রহীদের জন্য এক বড় সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে।