আবারও হাসির দোলাচলে ‘ব্যাচেলর পয়েন্ট ৫’
নতুন ঝড়ের কবলে ব্যাচেলরদের সংসার
আলোচনার কেন্দ্রে আবারও সেই চেনা ফ্ল্যাট, সেই চেনা চরিত্ররা। বন্ধুত্ব, আড্ডা আর ব্যাচেলর জীবনের চেনা গল্পে এবার যুক্ত হচ্ছে আরও জমজমাট পর্ব—‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর নতুন অধ্যায় মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে একসঙ্গে আসছে ৯ থেকে ১৬ নম্বর পর্ব।
শিমুলকে নিয়ে পাশার ব্যবসা সম্প্রসারণের মধ্য দিয়ে গল্প এগোলেও, এর পরিণতি ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। হাবুর গোছানো জীবনে বজরা জাকিরের আগমন যেন নতুন ঝড়ের পূর্বাভাস। এদিকে, লামিয়াকে কেন্দ্র করে শিমুল ও জাকিরের দ্বন্দ্ব এখন প্রকাশ্য সংঘাতে পরিণত। আর দর্শকদের আগ্রহের কেন্দ্রে যে থাকবেন, তিনি মতলব—যার উপস্থিতি আগেও হাসির ঝড় তুলেছিল, এবারও তিনি কী চমক নিয়ে আসছেন তা দেখার অপেক্ষা।
কাজল আরেফিন অমির পরিচালনায় নির্মিত এই সিজনে আগের মতোই দেখা যাবে মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, শিমুল শর্মাসহ পরিচিত মুখদের। জীবনের ছোট ছোট টানাপড়েন আর ব্যাচেলরদের সখ্যতা নিয়ে নির্মিত এ ধারাবাহিক ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে, আর নতুন পর্বগুলোও যে হাসি ও আবেগে ভরপুর হবে, তা বলাই বাহুল্য।



























