বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য বিনোদন

প্রকাশিত: ১১:১০, ৯ জুলাই ২০২৫

পাকিস্তানের অভিনেত্রী হুমাইরার পচাগলা মরদেহ উদ্ধার

পাকিস্তানের অভিনেত্রী হুমাইরার পচাগলা মরদেহ উদ্ধার

পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগরের মরদেহ উদ্ধার করা হয়েছে করাচির ডিফেন্স হাউজিং অথরিটি (ডিএইচএ) ফেজ-৬ এর ইত্তেহাদ কমার্শিয়াল এলাকার একটি ফ্ল্যাট থেকে। 

মঙ্গলবার (৯ জুলাই) আদালতের আদেশ কার্যকরে গিয়ে ফ্ল্যাটে প্রবেশ করলে তার পচাগলা মরদেহ পাওয়া যায়। খবরটি নিশ্চিত করেছে স্থানীয় সংবাদমাধ্যম সামা টিভি।

পুলিশ জানায়, অভিনেত্রী হুমাইরা আসগর ওই ফ্ল্যাটে ২০১৮ সাল থেকে বসবাস করছিলেন। যদিও ২০২৪ সাল থেকে তিনি ফ্ল্যাটের ভাড়া পরিশোধ বন্ধ করে দেন, যার পরিপ্রেক্ষিতে বাড়িওয়ালা ক্যান্টনমেন্ট বোর্ড ক্লিফটনে (সিবিসি) আইনি ব্যবস্থা গ্রহণ করেন।

আদালতের নির্দেশে পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ফ্ল্যাটে গেলে দরজা ভেঙে ভেতরে হুমাইরার অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরে মরদেহটি উদ্ধার করে জিন্নাহ হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যু হয়েছে ১৫ থেকে ২০ দিন আগে।

পুলিশ জানিয়েছে, হুমাইরার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

উল্লেখ্য, হুমাইরা আসগর পাকিস্তানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘তামাশা ঘর’ এবং চলচ্চিত্র ‘জালাইবি’-তে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। তার রহস্যময় মৃত্যু ঘিরে শোবিজ অঙ্গনে শোক এবং চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।