‘শুদ্ধ সাদা এক মেয়ের জীবন’ পরীমণি

কোনো সিনেমা নিয়ে আলোচনায় না থাকলেও বিভিন্ন কোম্পানির ইভেন্টে অংশগ্রহণ ও ব্র্যান্ডিং কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। সম্প্রতি মালয়েশিয়ায় এক অনুষ্ঠানে অংশ নিতে পাড়ি জমান এই অভিনেত্রী। সঙ্গে ছিলেন তার একমাত্র ছেলে পদ্মও।
মালয়েশিয়ায় অবস্থানকালে পরীমণি সামাজিক মাধ্যমে নিজের ও ছেলের বিভিন্ন মুহূর্ত ভাগ করে নেন। বিমানবন্দর থেকে শুরু করে হোটেল এবং রাস্তাঘাটের নানা আনন্দঘন ছবি শেয়ার করে ভক্তদের কাছে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।
দেশে ফিরে সম্প্রতি একটি রেস্টুরেন্ট উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন পরীমণি। সেখানে নজরকাড়া সাজে উপস্থিত হয়ে দর্শকদের মন জয় করেন তিনি।
তবে বিদেশ সফরের রেশ যেন এখনও কাটেনি তার। শনিবার সকালে পরীমণি কুয়ালালামপুর শহরে তোলা একঝাঁক ছবি প্রকাশ করেন সামাজিক মাধ্যমে। এর কিছু ক্লোজআপ ছবি আগেই শেয়ার করেছিলেন তিনি।
ছবি প্রকাশের পরপরই ভক্তদের ব্যাপক সাড়া পাওয়া যায়। মাত্র কয়েক মিনিটেই ছবিগুলিতে হাজারের বেশি প্রতিক্রিয়া আসে এবং মন্তব্যে পরীর সৌন্দর্যের প্রশংসা করেন অনুসারীরা। কেউ লিখেছেন, ‘অসাধারণ লাগছে’, আবার কেউ মন্তব্য করেছেন, ‘ফের সেই পুরনো রূপে ফিরছে পরীমণি।’
মাতৃত্বের পর নিজেকে আগের মতো ফিট করে তোলার চেষ্টায় রয়েছেন পরীমণি—এমনটাই বলছেন ভক্তরা। যদিও নতুন কোনো চলচ্চিত্রে কাজের ঘোষণা এখনো দেননি, তবে সামাজিক মাধ্যমের সক্রিয়তা ও আত্মবিশ্বাসী উপস্থিতিতে বোঝা যাচ্ছে, নিজেকে নতুন কাজের জন্য প্রস্তুত করে তুলছেন তিনি।