বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৭:৫২, ১১ জুলাই ২০২৫

আপডেট: ১৭:৫৪, ১১ জুলাই ২০২৫

চট্টগ্রামের কেইপিজেডে কারখানায় ভয়াবহ আগুন

চট্টগ্রামের কেইপিজেডে কারখানায় ভয়াবহ আগুন
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (কেইপিজেড) একটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। শুক্রবার (১১ জুলাই) বেলা আড়াইটার দিকে জান্ট এক্সেসরিজ নামের কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানিয়েছে, আগুন লাগার খবর পেয়ে প্রথমে আগ্রাবাদ, ইপিজেড ও বন্দর ফায়ার সার্ভিস স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় পরে আরও পাঁচটি ইউনিটকে সেখানে পাঠানো হয়। মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। কারখানায় দাহ্য উপাদান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রাথমিকভাবে সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ চলছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

সর্বশেষ