গোমতীর পানি বাড়ছে, কুমিল্লায় বন্যার শঙ্কা

টানা ভারি বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে দ্রুত বাড়ছে কুমিল্লার গোমতী নদীর পানি। এতে জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
বুধবার (৯ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে গোমতীর পানি ৮ দশমিক ৫৬ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হতে দেখা গেছে, যা বিপৎসীমার মাত্র ৩ মিটার নিচে। উল্লেখ্য, গোমতী নদীর বিপৎসীমা ধরা হয় ১১ দশমিক ৩ সেন্টিমিটার।
কুমিল্লা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নদীর পানি প্রায় ৫ মিটার বেড়েছে। এই পানি এসেছে স্থানীয় বর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে।
বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মো. ওয়ালিউজ্জামান জানিয়েছেন, বৃষ্টি না থামলে এবং উজান থেকে ঢল অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তবে সম্ভাব্য বন্যা মোকাবিলায় তাদের প্রস্তুতি রয়েছে বলেও তিনি জানান।
আবহাওয়া অফিসের তথ্যমতে, কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ১২৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মৌসুমি বৃষ্টির প্রভাবে এই ভারি বর্ষণ অব্যাহত থাকতে পারে। আবহাওয়া পর্যবেক্ষণগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. আরিফ জানিয়েছেন, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ রয়েছে, তবে সেটি ভারতের অংশে অবস্থান করছে।
বন্যার আশঙ্কা মাথায় রেখে জেলা প্রশাসন আগাম প্রস্তুতি নিচ্ছে। কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া জানিয়েছেন, জেলার ৫৮৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার ও জিআর চাল মজুত রয়েছে এবং সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।