রোববার, ১০ আগস্ট ২০২৫

|২৪ শ্রাবণ ১৪৩২

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৭, ৯ আগস্ট ২০২৫

আপডেট: ১৪:১৬, ৯ আগস্ট ২০২৫

গাজীপুরে সাংবাদিক খুনের রেশ না কাটতেই ফের খুন

গাজীপুরে সাংবাদিক খুনের রেশ না কাটতেই ফের খুন
ছবি: সংগৃহীত

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার রেশ কাটতে না কাটতেই ছুরিকাঘাতে প্রাণ গেল এক যুবকের। নিহত যুবক ময়মনসিংহের হালুয়াঘাটে জুয়েল (২৫) বাসিন্দা। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে ২ জনকে আটক করেছে।

শুক্রবার (৮ আগস্ট) এই হত্যাকাণ্ড ঘটে বলে নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক।  

তিনি বলেন জেলার শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় রাতে নিহত জুয়েল এবং আটক রাকিব-রবিনের মধ্যে ঘুমানোর চটের বিছানা নিয়ে তর্কাতর্কি হয়। একপর্যায়ে ধস্তাধস্তির সময় রাকিব সঙ্গে থাকা ছুরি দিয়ে জুয়েলের বুকে আঘাত করে। রাকিবকে বাধা দিতে গেলে রবিনের হাত কেটে যায়। ওসি বারিক জানান, নিহত ও আটককৃতরা সবাই ভাসমান। তারা মাওনা চৌরাস্তা এলাকাকেন্দ্রিক অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। 

আহত জুয়েলকে স্থানীয়রা দ্রুত মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে টহলরত পুলিশ ঘটনাস্থল থেকে রাকিব ও রবিনকে আটক করে। 

এর আগে, গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। জিএমপি উপকমিশনার রবিউল হাসান জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত অভিযুক্তদের মধ্য গাজীপুরের ভবানীপুর এলাকা থেকে ফয়সাল ওরফে কেটু মিজান ও তার স্ত্রী গোলাপীক গ্রেফতার করা হয়েছে। এছাড়াও রাজধানীর উত্তরার তুরাগ এলাকা থেকে আল আমিনকে ও এছাড়া গাজীপুরের হোতাপাড়া এলাকা থেকে স্বাধীন নামে আরেকজনকে গ্রেফতার করেছে র‍্যাব।