রোববার, ১০ আগস্ট ২০২৫

|২৪ শ্রাবণ ১৪৩২

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৮, ৯ আগস্ট ২০২৫

আপডেট: ১৬:৩৮, ৯ আগস্ট ২০২৫

নির্বাচনে মানুষের আস্থা ফেরানো এখন বড় চ্যালেঞ্জ: সিইসি

নির্বাচনে মানুষের আস্থা ফেরানো এখন বড় চ্যালেঞ্জ: সিইসি
ছবি: সংগৃহীত

নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থা হারিয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, মানুষকে আবার ভোটকেন্দ্রমুখী করা এবং এই দেশে একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে—এই বিশ্বাস প্রতিষ্ঠাই এখন বড় চ্যালেঞ্জ।

শনিবার (৯ আগস্ট) সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, মানুষ এখন আর ভোট দিতে যেতে আগ্রহী নয়। অনেকে ভাবেন—ভোটের দিন ছুটি, ঘুমিয়ে নি—কারণ আমি না গেলেও তো কেউ না কেউ আমার ভোট দিয়ে দেবে। এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। নির্বাচন কমিশনের সবচেয়ে বড় কাজ এখন হচ্ছে মানুষের আস্থা ফিরিয়ে আনা।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান নির্বাচনী ব্যবস্থার সামনে দৃশ্যমান বড় চ্যালেঞ্জ হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। জুলাই আন্দোলনের পর থেকে যে অস্থিরতা তৈরি হয়েছিল, সেটা এখনও পুরোপুরি কেটে যায়নি। তবে গত ৫ আগস্টের পর পরিস্থিতির উন্নতি হয়েছে। আমরা বিশ্বাস করি, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে, পরিস্থিতি আরও ভালো হবে।

তিনি জানান, নির্বাচনের জন্য পোলিং ও প্রিসাইডিং অফিসার নিয়োগে পরিবর্তন আনার চিন্তা করা হচ্ছে। সব জায়গায় আগের মতো কেবল শিক্ষকদের দিয়ে নির্বাচন পরিচালনা না-ও হতে পারে। দেশের মধ্যেই মানবসম্পদ রয়েছে, সেগুলোকেই কাজে লাগাতে হবে।

সিইসি বলেন, “আমরা এই দায়িত্বকে ইমানি দায়িত্ব হিসেবে নিয়েছি। আমার বা কমিশনের কোনো সিদ্ধান্ত যদি কারও পক্ষে বা বিপক্ষে যায়, সেটা আইন অনুযায়ী গেছে। ব্যক্তি স্বার্থে নয়। যতক্ষণ সচেতন আছি, ততক্ষণ নিরপেক্ষভাবেই কাজ করব।”

তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারকে বর্তমান সময়ের আরেকটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। বলেন, এখন মানুষের ছবি ও কণ্ঠস্বর নকল করে তৈরি করা হচ্ছে ভুয়া বক্তব্য। এতে বিভ্রান্তি তৈরি হচ্ছে। যাকে নিয়ে বানানো হয়, তিনিও জানেন না; যিনি বলছেন, তিনিও নন। মানুষ এসব বুঝে উঠতে পারে না। যাচাই-বাছাই না করেই হাজার হাজারবার শেয়ার হয়, যার ফলে যার সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ায়, তার বড় ক্ষতি হয়।

তিনি আরও বলেন, এসব মিথ্যা প্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও জনসচেতনতা বাড়াতে কাজ করছে কমিশন।

সভায় সভাপতিত্ব করেন রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার। উপস্থিত ছিলেন রংপুর অঞ্চলের সব অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা।

এছাড়া বিকেল সাড়ে ৩টায় রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আরেকটি মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধান নির্বাচন কমিশনার। সেখানে রংপুর বিভাগের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সম্পর্কিত বিষয়: