রোববার, ১০ আগস্ট ২০২৫

|২৪ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৫:২৪, ৯ আগস্ট ২০২৫

সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি ৮ জন সম্পৃক্ত: জিএমপি

সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি ৮ জন সম্পৃক্ত: জিএমপি

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় আটজনের সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খান। এর মধ্যে সাতজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৯ আগস্ট) এক প্রেস ব্রিফিংয়ে জিএমপি কমিশনার জানান, গোলাপি নামের এক নারীর ‘হানিট্র্যাপ’-এ পড়ে বাদশা নামের এক ব্যক্তি ব্যাংক থেকে টাকা তোলেন। এ সময় সাংবাদিক তুহিন বিষয়টি ভিডিও ধারণ করলে আসামিরা বিষয়টি দেখে ফেলেন। ভিডিও ডিলিট না করায়, তাকে কুপিয়ে হত্যা করা হয়।

তিনি বলেন, ‘আসামিরা যদি স্বীকার না-ও করে, তবুও সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণ তাদের অপরাধ প্রমাণে যথেষ্ট হবে।’

সাংবাদিক কমিউনিটির নিরাপত্তা নিশ্চিত করতে না পারার দায় স্বীকার করে তিনি দুঃখ প্রকাশ করেন এবং নিহত তুহিনের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি আরও বলেন, ‘পুলিশ সদস্য স্বল্পতার কারণে গাজীপুরে অপরাধ দমন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে পুলিশের কিছুটা ব্যর্থতা ছিল।’

অন্যদিকে, এই মামলায় র‍্যাবের হাতে গ্রেপ্তারকৃত স্বাধীন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার সকালে গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পে এক ব্রিফিংয়ে র‍্যাবের কোম্পানি কমান্ডার কে এম এ মামুন খান চিশতী এ তথ্য জানান।

তিনি বলেন, ‘স্বাধীনসহ কয়েকজন আসামি তুহিনকে কুপিয়ে হত্যা করে। ঘটনার সময় তুহিন একজন নারীর সঙ্গে বাদশার কথা কাটাকাটির ভিডিও ধারণ করছিলেন। একপর্যায়ে বাদশা তুহিনকে থাপ্পড় মারলে, স্বাধীনসহ অন্যরা চাপাতি দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।’

র‍্যাব জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে স্বাধীনকে শিববাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সম্পর্কিত বিষয়: