গাজীপুরে সাংবাদিক হত্যায় আরও তিনজন গ্রেফতার

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় আরও ৩ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী। এ ঘটনায় মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সূত্র জানিয়েছে, গতকাল (৮ আগস্ট) রাতে চারজনকে গ্রেফতার করা হয়েছিল। সেই সংখ্যা আজ শনিবার (৯ আগস্ট) বেড়ে দাড়িয়েছে ৭ জনে।
জিএমপি উপকমিশনার রবিউল হাসান জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত অভিযুক্তদের মধ্য গাজীপুরের ভবানীপুর এলাকা থেকে ফয়সাল ওরফে কেটু মিজান ও তার স্ত্রী গোলাপীক গ্রেফতার করা হয়েছে। এছাড়াও রাজধানীর উত্তরার তুরাগ এলাকা থেকে আল আমিনকে ও এছাড়া গাজীপুরের হোতাপাড়া এলাকা থেকে স্বাধীন নামে আরেকজনকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (৯ আগস্ট) সকালে জিএমপির গণমাধ্যম উইং থেকে জানানো হয়, বাসন থানার বহুল আলোচিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি সাংবাদিক তুহিন হত্যা মামলার সরাসরি জড়িত অন্যতম আসামি কুমিল্লার হোমনা থানার বাসিন্দা মো. শাহ জালালকে (৩২) ময়মনসিংহের গফরগাঁও থেকে গ্রেফতার করা হয়। এদিকে গাজীপুরের চান্দোপাড়া বাসন এলাকা থেকে আসামি ফয়সাল হাসান ও সুমনকে গ্রেফতার করা হয়েছে।
জিএমপি উপকমিশনার রবিউল হাসান, এ বিষয়ে বিস্তারিত তথ্য আজ শনিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
নিহত সাংবাদিকের বড় ভাই ও মামলার বাদী সেলিম মিয়া বলেন, সাংবাদিক তুহিন সমাজের চিত্র তুলে ধরতে চেয়েছিলেন। সে কোন অপরাধ করেনি। তাকে বাঁচতে দিল না খুনিরা। খুনিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি করেছেন তিনি। তিনি বলেন, ভবিষ্যতে আর যেন কোনো সাংবাদিককে এভাবে নির্মম হত্যার শিকার হতে না হয়।
সদ্য সংবাদ/এমএ