রোববার, ১০ আগস্ট ২০২৫

|২৪ শ্রাবণ ১৪৩২

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১১, ৯ আগস্ট ২০২৫

আপডেট: ১৩:১২, ৯ আগস্ট ২০২৫

স্ত্রীকে জ্যান্ত কবর দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, ভিডিও ভাইরাল

স্ত্রীকে জ্যান্ত কবর দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

শেরপুরের শ্রীবরদীতে স্ত্রীকে জ্যান্ত কবরে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে স্বামী মো. খলিলুর রহমানের (৮০) বিরুদ্ধে। জানা যায়, খোশেদা বেগম (৭০) প্রায় ছয় বছর ধরে প্যারালাইজড হয়ে শয্যাশায়ী। বিছানায় মলত্যাগ করায় ক্ষিপ্ত হয়ে খলিলুর রহমান এই কাজ করেন। ইতোমধ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

শুক্রবার (০৮ আগস্ট) দুপুরে শ্রীবরদীর কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।  

ভিডিওতে দেখা যায়, খলিলুর রহমান তার স্ত্রী খোশেদা বেগমকে ঘর থেকে টেনে হেঁচড়ে উঠানে খুড়ে রাখা গর্তে ফেলে দেয়।  পরে কোদাল দিয়ে মাটিচাপা দেওয়ার চেষ্টা করছেন। তখনই স্ত্রী খোশেদা বেগম আত্মরক্ষায় চিৎকার করছেন। এতে তার স্বামী ক্ষিপ্ত হয়ে সজোরে মুখে উপর্যুপরি চড় মারছেন।

তবে তখন আশেপাশে লোক থাকলেও কেউ বৃদ্ধাকে রক্ষা করতে এগিয়ে আসেনি। জানা যায়, ভিডিওটি ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন খলিলুরের নাতি মো. খোকন (১৯)। 

স্থানীয় রহিম মিয়া বলেন, খলিল কাকা সবার সঙ্গে হাসিখুশি চলেন। তিনি খারাপ লোক নয়। কিন্তু কেন তিনি এমন কাণ্ড ঘটালেন তা বুঝতে পারছি না।  প্রতিবেশী সুজন বলেন, তিনি গবির মানুষ, কারও সঙ্গে ঝামেলায় জড়ায় না। আজকেও একটা কমোড কিনে এনেছে।

এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বলেন, ভিডিওচিত্র দেখার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি স্থানীয় নেতাদের মাধ্যমে সামাজিকভাবে সমাধান হয়েছে বলে শুনেছি। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, আমি ভিডিওটি দেখেছি। বিষয়টি সত্যিই মর্মান্তিক। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত বিষয়: