রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

বিএনপির প্রার্থী তালিকায় ৮৫% উচ্চশিক্ষিত
রাজধানীর ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, আহত ১
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে রাষ্ট্র সংস্কারই একমাত্র পথ: আখতার হোসেন
এতবার মৃত্যুদণ্ডের নজির বাংলাদেশে নেই: বাবর
জুলাই আন্দোলনে মুখমণ্ডল হারানো খোকন শেরপুর-২ আসনে এনসিপির প্রার্থী
লিবিয়া উপকূলে ফের নৌকাডুবি, ৪ বাংলাদেশির লাশ উদ্ধার
শেখ হাসিনার রায়কে ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৬, ৬ সেপ্টেম্বর ২০২৫

নুরাল পাগলের দরবারে হামলার ঘটনায় মামলা, আসামি ৩৫০০

নুরাল পাগলের দরবারে হামলার ঘটনায় মামলা, আসামি ৩৫০০
ছবি: সংগৃহীত

রাজবাড়ির গোয়ালন্দে নুরাল পাগলের বাড়িতে হামলা ও কবর থেকে লাশ তুলে আগুন দেওয়ার সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে বাদী হয়ে এই মামলাটি করে গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক সেলিম মোল্লা।

শনিবার (৬ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরীফ আল রাজীব। 

তিনি জানান, নুরাল পাগলের দরবার শরীফ ভাঙচুর ও অগ্নিসংযোগসহ কবর থেকে লাশ উত্তোলন করে পুড়িয়ে দেওয়ার বিষয়ে ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে এখনো কেউ কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

এদিকে, গতকালকে মাজারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার পরে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মাজারসহ এর আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে উৎসুক জনতা ভিড় করছে  ঘটনাস্থলের ধ্বংসস্তূপ দেখতে।

এদিকে, নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে হামলা, অগ্নিসংযোগ ও মরদেহ উত্তোলন করে পুড়িয়ে দেওয়ার ঘটনার পর বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। দরবারের সামনে নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলের ধ্বংসস্তূপ দেখতে ভিড় করছে উৎসুক জনতা।

সর্বশেষ