নুরাল পাগলের দরবারে হামলার ঘটনায় মামলা, আসামি ৩৫০০
রাজবাড়ির গোয়ালন্দে নুরাল পাগলের বাড়িতে হামলা ও কবর থেকে লাশ তুলে আগুন দেওয়ার সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে বাদী হয়ে এই মামলাটি করে গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক সেলিম মোল্লা।
শনিবার (৬ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরীফ আল রাজীব।
তিনি জানান, নুরাল পাগলের দরবার শরীফ ভাঙচুর ও অগ্নিসংযোগসহ কবর থেকে লাশ উত্তোলন করে পুড়িয়ে দেওয়ার বিষয়ে ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে এখনো কেউ কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
এদিকে, গতকালকে মাজারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার পরে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মাজারসহ এর আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে উৎসুক জনতা ভিড় করছে ঘটনাস্থলের ধ্বংসস্তূপ দেখতে।
এদিকে, নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে হামলা, অগ্নিসংযোগ ও মরদেহ উত্তোলন করে পুড়িয়ে দেওয়ার ঘটনার পর বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। দরবারের সামনে নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলের ধ্বংসস্তূপ দেখতে ভিড় করছে উৎসুক জনতা।



























