রোববার, ১০ আগস্ট ২০২৫

|২৪ শ্রাবণ ১৪৩২

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৬, ২৬ জুলাই ২০২৫

সরকার নিরপেক্ষ নয়, পক্ষপাতদুষ্ট আচরণ করছে: নুর

সরকার নিরপেক্ষ নয়, পক্ষপাতদুষ্ট আচরণ করছে: নুর
ছবি: সংগৃহীত

সরকার একটি নির্দিষ্ট দলকে পৃষ্ঠপোষকতা করে পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। 

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠের মুক্তমঞ্চে এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, অতীতে সরকারি পৃষ্ঠপোষকতায় অনেক ‘কিংস পার্টি’ তৈরি হয়েছিল, যেগুলো পরে মিলিয়ে গেছে। এখন এনসিপিকেও একইভাবে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে বলে দেশের বেশিরভাগ রাজনৈতিক দল ও সাধারণ নাগরিক মনে করছে। তিনি সরকারের উদ্দেশে বলেন, যদি সরকার নিরপেক্ষ আচরণ করতে ব্যর্থ হয়, তবে নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে।

মাইলস্টোনের ঘটনা ও তার পরবর্তী পরিস্থিতি প্রসঙ্গে নুর বলেন, এই ঘটনার স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত জরুরি। তিনি আরও বলেন, স্বৈরাচারের দোসরেরা এই ঘটনাকে কাজে লাগিয়ে রাজধানীতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তাদের উৎসাহে কিছু ছাত্র সচিবালয়ের দিকে গিয়েছিল এবং সেখানে ঢুকে ভাঙচুর করেছে। এতে প্রশাসনের দুর্বলতাও স্পষ্ট হয়েছে।

নুর বলেন, সচিবালয়ের মতো স্পর্শকাতর স্থানে যদি নিরাপত্তা নিশ্চিত না হয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার ১৮ কোটি মানুষের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করবে, তা নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।

গণঅধিকার পরিষদের কুমিল্লা জেলা সভাপতি মো. ফয়েজ উল্লাহর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। বিকেল চারটা থেকে শুরু হওয়া এ গণসমাবেশে কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। সমাবেশে নুরুল হক নুর কুমিল্লার পাঁচটি আসনে জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।