শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|২৩ শ্রাবণ ১৪৩২

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০০, ২০ জুলাই ২০২৫

আপডেট: ১৩:০০, ২০ জুলাই ২০২৫

‘প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসররা রয়ে গেছে’

‘প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসররা রয়ে গেছে’
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো ক্ষমতাচ্যুত স্বৈরাচার সরকারের দোসররা রয়ে গেছে। এ কারণে শহীদ পরিবারগুলো আজও কাঙ্ক্ষিত সম্মান থেকে বঞ্চিত হচ্ছে।

রোববার (২০ জুলাই) সকালে রাঙামাটি যাওয়ার পথে চট্টগ্রামের স্টেশন রোড এলাকার একটি মোটেলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা শহীদ পরিবারের কাছে কোনো রাজনৈতিক দল হিসেবে আসিনি। অভ্যুত্থানের সময় আমরা ছিলাম, আপনাদের পরিবারের সদস্যরাও আমাদের সঙ্গে ছিলেন। এই জায়গা থেকেই আমরা আপনাদের পাশে দাঁড়াতে এসেছি। শহীদদের কোনো রাজনৈতিক দল হয় না, তারা দেশের জন্য জীবন দিয়েছেন, পুরো বাংলাদেশের সম্পদ।’

তিনি অভিযোগ করে বলেন, ‘আমরা সরকারে থাকাকালে শহীদ পরিবারদের জন্য বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু মাঠপর্যায়ে তা বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতা দেখা গেছে। অনেকে এখনো সে সুযোগ-সুবিধা পাচ্ছেন না।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘প্রশাসনের নানা জায়গায় এখনো স্বৈরাচারের দোসররা সক্রিয়। তারা শহীদ পরিবারগুলোর ন্যায্য অধিকার বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে।’

তবে তিনি আশ্বস্ত করেন, এনসিপির পক্ষ থেকে শহীদ কল্যাণ ও আহত সেল এর মাধ্যমে এসব পরিবারের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

সাক্ষাৎ অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে প্রতিনিধি দলটি রাঙামাটির উদ্দেশ্যে যাত্রা করে।