বুধবার, ০৬ আগস্ট ২০২৫

|২১ শ্রাবণ ১৪৩২

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৫, ২০ জুলাই ২০২৫

আপডেট: ১৩:১৯, ২০ জুলাই ২০২৫

‘যে স্থানে গুলিবিদ্ধ হয়েছিলাম, সেখানেই হামলার শিকার হলাম’

‘যে স্থানে গুলিবিদ্ধ হয়েছিলাম, সেখানেই হামলার শিকার হলাম’
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদী এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক পদযাত্রা প্রচারণার সময় দলটির একজন সংগঠকের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। আহত নেতার নাম মো. তানভির কাদের শিকদার।

আহত তানভির কাদের শিকদার জানান, ‘২০২৪ সালে আমি যে স্থানে গুলিবিদ্ধ হয়েছিলাম, আজ আবার ঠিক সেখানেই হামলার শিকার হলাম। হামলার পর রক্তাক্ত অবস্থায় আমি অজ্ঞান হয়ে পড়ি।’

এনসিপি সূত্র জানায়, ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে শনিবার (১৯ জুলাই) সকাল থেকে জলদী এলাকায় প্রচার কার্যক্রম চালাচ্ছিলেন দলের নেতাকর্মীরা। রাত সাড়ে ৮টার দিকে একদল সশস্ত্র ব্যক্তি হঠাৎ এসে পদযাত্রার ব্যানার ছিনিয়ে নেয় এবং প্রতিবাদ করায় তানভির কাদের শিকদারকে মারধর করে।

আহতের ভাষ্য অনুযায়ী, ‘রাতে একটি গাড়ি থামিয়ে বিএনপির কয়েকজন নেতাকর্মী আমাকে প্রশ্ন করে আমি এনসিপির কর্মী কি না। হ্যাঁ বলার পর তারা গাড়ি থেকে টেনে ফেলে আমাকে মারধর করে এবং ব্যানার ছিঁড়ে আগুন ধরিয়ে দেয়।’

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা শুনেছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে এনসিপির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। দলটির এক বিবৃতিতে বলা হয়, ‘দেশের গণতান্ত্রিক পরিবেশকে বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।’