রোববার, ১০ আগস্ট ২০২৫

|২৪ শ্রাবণ ১৪৩২

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৬, ১৯ জুলাই ২০২৫

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই: শফিকুল আলম

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই: শফিকুল আলম
ছবি: সংগৃহীত

নির্বাচন নিয়ে দেশে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (১৯ জুলাই) কুমিল্লার বার্ড ময়নামতি অডিটোরিয়ামে ‘টেডএক্স কুমিল্লা ইউনিভার্সিটি’ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা যেদিন নির্বাচনের কথা বলেছেন, সেদিনই নির্বাচন হবে। একদিনও পেছানো হবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন হবে। বর্ষার পরই দেশে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়বে।’

শফিকুল আলম জানান, নির্বাচন উপযোগী পরিবেশ তৈরি করা হবে এবং সব দলের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা হবে। অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে।

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে রাজনৈতিক দল ও নির্বাচন কমিশন আন্তরিকতার সঙ্গে আলোচনা করছে। বিশ্বে এ ধরনের সংস্কারে অনেক সময় লাগে, আমাদের দেশেও আলোচনা চলছে।’

সম্প্রতি দেশে ঘটে যাওয়া চাঞ্চল্যকর কিছু ঘটনা নিয়ে তিনি বলেন, ‘দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হয়েছে। ধর্ষণের মামলার বিচারও দ্রুততার সঙ্গে শেষ করা হয়েছে, এজন্য আইনে প্রয়োজনীয় সংশোধন আনা হয়েছে।’

গোপালগঞ্জের সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, ‘এ জেলার মানুষও বাংলাদেশের নাগরিক। আইনশৃঙ্খলা বাহিনী দক্ষতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।’

জুলাই মাস প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘আমি জুলাইয়ের একজন সাক্ষী। এই জুলাই বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এটি আমাদের দিয়েছে একটি ‘গোল্ডেন জেনারেশন’, যারা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন গড়ে তোলে। ৭১ সালে অপারেশন সার্চলাইটের সময় আমরা এমন প্রজন্ম পাইনি।’

‘জুলাই সনদ’ প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো বারবার বসছে, আলোচনা করছে। আশা করি শিগগিরই এটি বাস্তবায়নের পথে এগোবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত 'দ্য নেক্সট ওয়েভ' শীর্ষক এই টেডএক্স ইভেন্টে বক্তব্য দেন কুবি উপাচার্য ড. হায়দার আলী, এসট্রো ফটোগ্রাফার জুবায়ের কাওলিন, চরকির সিইও রেদওয়ান রনি, লেখক ডেলএইচ খান, গায়ক আসিফ আকবর ও সংবাদ উপস্থাপক ফারাবি হাফিজ।