গোপালগঞ্জ এখন ফ্যাসিবাদের আশ্রয়স্থল: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘গোপালগঞ্জ এখন ফ্যাসিবাদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। সেখানে সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। আমরা আবারও গোপালগঞ্জ যাবো এই যাওয়াই শেষ নয়।’
বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘গোপালগঞ্জের মাটি ও সাধারণ মানুষকে চিরতরে মুক্ত করেই ঘরে ফিরব। গোপালগঞ্জের অপকর্মের বিরুদ্ধে ‘জুলাই পদযাত্রা’ চলবে থেমে থেমে নয়, টানা। তিন আগস্টের মধ্যে সারা দেশে পদযাত্রা সম্পন্ন করা হবে।’
তিনি আরও বলেন, “ফরিদপুরবাসী, আমরা ফরিদপুরের জন্য লড়তে এসেছি। আমাদের সঙ্গে আছে সারা দেশের সংগ্রামী বন্ধুরা।”
বেলা ২টা ১০ মিনিটে ফরিদপুর সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু করে নেতারা সমাবেশস্থলে পৌঁছান। এতে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সচিব ডা. তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, নাসিরউদ্দিন পাটুয়ারী এবং বৈষম্যবিরোধী ফরিদপুর ছাত্র আন্দোলনের আহ্বায়ক মোহাম্মদ রিয়াজসহ দলের বিভিন্ন জেলা ও উপজেলার ইউনিটের নেতাকর্মীরা।