মানুষকে এভাবে মারতে পারে!
‘সবাই চেয়ে দেখল, একটা মানুষকে কীভাবে মারতেছে। কেউ সাহায্য করেনি। এভাবে কি কেউ কাউকে মারতে পারে! সারাজীবন আমার চোখের জল ফেলতে হবে। সন্তানদের নিয়ে কীভাবে বাঁচব, ভাবতেই কষ্ট হয়।’ শোকাহত কণ্ঠে এসব কথা বলছিলেন নিহত লাল চাঁদ সোহাগের স্ত্রী লাকী বেগম, যখন তিনি স্বামীর কবরের পাশে বসে কান্নায় ভেঙে পড়েন।