নিরাপত্তার দাবিতে মিটফোর্ড হাসপাতাল শাটডাউন ঘোষণা

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কার্যক্রম শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। রোববার (১৩ জুলাই) দুপুরে তারা এই ঘোষণা দেন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, হাসপাতাল ও কলেজ চত্বরে বহিরাগতদের প্রবেশ বন্ধ, ফুটপাত দখলমুক্ত করা এবং আনসার বাহিনীকে আরও সক্রিয় করার দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে এ এলাকায় অনিরাপদ পরিস্থিতি বিরাজ করছে, অথচ কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না।
গত বুধবার (৯ জুলাই) মিটফোর্ডের ৩ নম্বর গেইটের সামনে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হয় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে। এই হত্যাকাণ্ডের পর থেকেই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
শিক্ষার্থীরা বলেন, এই ধরনের ঘটনা শুধু জনসাধারণের নয়, শিক্ষার্থী ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের নিরাপত্তার জন্যও হুমকি। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু বিচার এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।