জামায়াত-বিএনপির সঙ্গে এনসিপির কোন দূরত্ব নেই: হাসনাত আবদুল্লাহ
তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক দলগুলোর মধ্যে যারা সংস্কারের পক্ষে, তাদের সঙ্গে এনসিপির সম্পর্ক সুদৃঢ়। কখনো জামায়াত, কখনো বিএনপি এনসিপির সংস্কারমূলক প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে। আবার কখনো মতভেদও হয়েছে। তাই, সংস্কারের পক্ষে যারা থাকবে, তাদের সঙ্গে এনসিপির ঘনিষ্ঠতা থাকবে; আর বিপক্ষে যারা, তাদের সঙ্গে দূরত্ব তৈরি হবে। হাসনাত আবদুল্লাহ বলেন, এক-এগারো থেকে ফ্যাসিবাদকাল পর্যন্ত বাংলাদেশ গণতন্ত্রহীন সময় অতিক্রম করেছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য একটি নির্বাচনের প্রয়োজন, যার মধ্য দিয়েই গণতান্ত্রিক যাত্রা শুরু হবে। এ প্রক্রিয়ায় এনসিপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।