রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

হাসনাত আব্দুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ

চাঁদাবাজদের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া ভালো: হাসনাত আবদুল্লাহ

চাঁদাবাজদের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া ভালো: হাসনাত আবদুল্লাহ

হাসনাত আবদুল্লাহ বলেন, “বিএনপি অনেক কষ্ট করে দলটা টিকিয়ে রেখেছে। বিএনপির অনেক নেতা–কর্মী তাদের নেতাদের মাধ্যমে কোণঠাসা হয়ে রয়েছে। তারা আমাদের বলে, ‘তোমরা দেশটাকে সঠিক পথে নাও। আমাদের দলটাকে তারা ছিনতাই করে নিয়েছে। আমরা রক্ত ও ঘাম দিয়ে আন্দোলন করেছি ভোটের অধিকার ও মানুষের স্বাধীনতার জন্য।’” তিনি আরও বলেন, “বিএনপির মধ্যে অনেক ভালো মানুষ রয়েছে, যারা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নয়। তারা যদি সত্যিকার অর্থে জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী হন, তবে তারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। যারা চাঁদাবাজি করে, তারা কখনো সেই আদর্শের অনুসারী হতে পারে না।”

চুপ্পুর নিকট থেকে জুলাই সনদের সার্টিফিকেট না নিয়ে পানিতে ডুবে মরা ভালো: হাসনাত আব্দুল্লাহ

চুপ্পুর নিকট থেকে জুলাই সনদের সার্টিফিকেট না নিয়ে পানিতে ডুবে মরা ভালো: হাসনাত আব্দুল্লাহ

“ইতিহাসের নির্মম বাস্তবতা হলো যারা জুলাই আন্দোলনের চেতনা ধরে রাখার কথা বলে, তারাই আজ চুপ্পুর কাছে বায়াত নিয়ে সেই সনদ নিতে চাইছে। চুপ্পু ফ্যাসিবাদের সুপ্রিম লিডার। তার কাছ থেকে বায়াত নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলা এক ধরনের প্রতারণা।” তিনি আরও বলেন, জুলাই সনদের বৈধতা একমাত্র ড. মুহাম্মদ ইউনুসের। গণঅভ্যুত্থানের মাধ্যমে দায়িত্ব নেওয়ার কারণে তার নির্দেশেই সনদ প্রদান হতে হবে। কোনো প্রজ্ঞাপন বা অস্থায়ী নির্দেশ নয়; সরকারের স্পষ্ট সিদ্ধান্ত প্রয়োজন। নির্বাচনের মতো জুলাই সনদের ক্ষেত্রেও সরকারের বৈধ ম্যান্ডেট রয়েছে এবং সময় ফেব্রুয়ারিই হতে হবে।

জামায়াত-বিএনপির সঙ্গে এনসিপির কোন দূরত্ব নেই: হাসনাত আবদুল্লাহ

জামায়াত-বিএনপির সঙ্গে এনসিপির কোন দূরত্ব নেই: হাসনাত আবদুল্লাহ

তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক দলগুলোর মধ্যে যারা সংস্কারের পক্ষে, তাদের সঙ্গে এনসিপির সম্পর্ক সুদৃঢ়। কখনো জামায়াত, কখনো বিএনপি এনসিপির সংস্কারমূলক প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে। আবার কখনো মতভেদও হয়েছে। তাই, সংস্কারের পক্ষে যারা থাকবে, তাদের সঙ্গে এনসিপির ঘনিষ্ঠতা থাকবে; আর বিপক্ষে যারা, তাদের সঙ্গে দূরত্ব তৈরি হবে। হাসনাত আবদুল্লাহ বলেন, এক-এগারো থেকে ফ্যাসিবাদকাল পর্যন্ত বাংলাদেশ গণতন্ত্রহীন সময় অতিক্রম করেছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য একটি নির্বাচনের প্রয়োজন, যার মধ্য দিয়েই গণতান্ত্রিক যাত্রা শুরু হবে। এ প্রক্রিয়ায় এনসিপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বর্তমান ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: হাসনাত

বর্তমান ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: হাসনাত

বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয় বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ইসি যদি নিজেদের অবস্থান ঠিক না করে, তবে তাদের পরিণতি হবে কেএম নুরুল হুদা কমিশনের মতো। রোববার (১৯ অক্টোবর) ইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ অভিযোগ করেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, `নির্বাচন কমিশন বর্তমানে অটোক্রেসির প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে এবং স্বেচ্ছাচারীভাবে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে। আগের দলগুলোকে কীভাবে নিবন্ধন দিয়েছে, তা স্পষ্ট নয়। নির্বাচনী পরিচালনা বিধিমালাকে তারা নিজেদের মতো পরিচালিত করছে।’