রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনা

টাঙ্গাইলে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

টাঙ্গাইলে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে জেলার কালিহাতীতে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে খালেদা আক্তার (৩৯) নামে এক নারী নিহত হয়েছে। নিহত খালেদা আক্তার কালিহাতী উপজেলার রাজাফৈর গ্রামের ছালাম মিয়ার স্ত্রী। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০ টা দিকে উপজেলার ইছাপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি সিএনজি চালিত অটোরিকশা ধাক্কা দিলে অটোরিকশা থাকা চারজন যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক খালেদা আক্তার কে মৃত ঘোষণা করেন।

ভারতে ভয়াবহ বাস–বাইক সংঘর্ষে আগুন, নিহত অন্তত ২০

ভারতে ভয়াবহ বাস–বাইক সংঘর্ষে আগুন, নিহত অন্তত ২০

ভারতের অন্ধ্র প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২০ জন যাত্রী। অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন আরও অনেকে। শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে রাজ্যের কুরনুল জেলার জাতীয় মহাসড়ক- ৪৪ (National Highway: NH-44) এর চিন্নাটেকুরু গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানায়, ভোররাত সাড়ে ৩টার দিকে বেঙ্গালুরু থেকে হায়দরাবাদগামী কাভেরী ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের নিচে আটকে গেলে মুহূর্তেই আগুন ধরে যায়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসজুড়ে। এতে ভেতরে থাকা যাত্রীরা আর বের হতে পারেননি।

টাঙ্গুয়ার হাওরে যাওয়ার পথে খাদে বাস, মা-মেয়ের মৃত্যু

টাঙ্গুয়ার হাওরে যাওয়ার পথে খাদে বাস, মা-মেয়ের মৃত্যু

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে খাদে উল্টে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এক মা ও তার মেয়ে। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার সংলগ্ন শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামের আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তাদের মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) কর্মকর্তা। পরিবারসহ তারা টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যাচ্ছিলেন।

সিএনজির ধাক্কায় নজরুল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সিএনজির ধাক্কায় নজরুল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ১০ থেকে ১৫টি সিএনজি আটক করে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট এলাকায় সড়ক অবরোধ করেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড গেইট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হলেন: বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের (২০২১-২২) শিক্ষাবর্ষের শ্বাশ্বত গোলদার ও (২০২৪-২৫) শিক্ষাবর্ষের শিক্ষার্থী গাজী মুহিত। দুর্ঘটনার পরপরই তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় রিক্সা চালকও গুরুতর আহত হয়।