বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সাদাপাথর

সাদাপাথর

যৌথবাহিনীর রাতভর অভিযানে ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার

যৌথবাহিনীর রাতভর অভিযানে ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার

সিলেটের পর্যটনকেন্দ্র সাদা পাথর থেকে লুট হওয়া পাথর উদ্ধারে রাতভর অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ দল। ধলাই নদীর তীরবর্তী বিভিন্ন স্থান থেকে ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে পুনরায় নদীতে ফেলে দেওয়া হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাত ১২টার পর থেকে এ অভিযান শুরু হয়, যা ভোর পর্যন্ত চলে। কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার জানান, পাথর লুটের ঘটনায় ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। তাদের নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ লুটের পাথর উদ্ধার করে সাদা পাথর এলাকা ও ধলাই নদীর বিভিন্ন স্থানে প্রতিস্থাপন করেছে।