রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

শারদীয় দুর্গোৎসব

শারদীয় দুর্গোৎসব

দেবীর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

দেবীর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

রাজধানী ঢাকাসহ দেশের নানা প্রান্তে বিজয়া দশমী উদযাপন ও প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ বৃহস্পতিবার সকাল থেকে দেবী দুর্গাকে দর্পণ-বিসর্জনের মাধ্যমে বিদায় জানানো হয়। সন্ধ্যার পর থেকে শুরু হয় প্রতিমা বিসর্জনের অনুষ্ঠান। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, মানুষের মনের অসৎ প্রবৃত্তি যেমন কাম, ক্রোধ, হিংসা ও লোভ বিসর্জন দেওয়া হলো বিজয়া দশমীর মূল উদ্দেশ্য। এদিন এই প্রবৃত্তিগুলো ত্যাগের মাধ্যমে মানুষ একে অপরের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।

চট্টগ্রামে বৃষ্টির মধ্য দেবীদুর্গাকে বিসর্জন

চট্টগ্রামে বৃষ্টির মধ্য দেবীদুর্গাকে বিসর্জন

আশ্বিন মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী থেকে শুরু হওয়া দুর্গোৎসব বিজয়া দশমীর দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে বৃহস্পতিবার শেষ হয়েছে। সকালে বিহিত পূজা, পুষ্পাঞ্জলি ও শান্তির জল ছিটানোর পর দেবী দুর্গাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, নবমী পূজার পর দেবী মর্ত্যলোক ছেড়ে কৈলাসে ফিরে যান। তাই দর্পণ বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা সমাপ্ত হয়। এরপর ভক্তরা নগরীর বিভিন্ন মণ্ডপে দেবীকে সিঁদুর, তেল ও পান-চিনি নিবেদন করে অশ্রুসজল নয়নে বিদায় জানান। বিসর্জনের মাধ্যমে তারা আগামী বছরের অপেক্ষায় থাকেন।

শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি, চলছে বিসর্জনের প্রস্তুতি

শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি, চলছে বিসর্জনের প্রস্তুতি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসব। প্রতিটি মণ্ডপে প্রতিমা বিসর্জন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে। বিজয়া দশমী উপলক্ষ্যে সকাল থেকেই সনাতন ধর্মাবলম্বীরা বিভিন্ন আয়োজনে ব্যস্ত সময় পার করছেন। গানের তালে তালে আনন্দ-উৎসব করতেও দেখা যায়। সকালে সমাপনী পূজা, তারপর মন্দিরে প্রণাম এবং সিঁদুর খেলায় মেতে ওঠেন নারীরা। দেবীর চরণের সিঁদুর নিয়ে নিজেদের রাঙিয়ে তোলেন তারা।

আজ বিজয়া দশমী, শারদীয় দুর্গোৎসবের শেষ দিন

আজ বিজয়া দশমী, শারদীয় দুর্গোৎসবের শেষ দিন

আজ মহা বিজয়া দশমী, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শেষ দিন। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে তাদের প্রধান ধর্মীয় এ উৎসব। আজ দেবী দুর্গা মর্ত্যলোক ত্যাগ করে ফিরে যাবেন কৈলাশে, আর ভক্তরা অপেক্ষায় থাকবেন আবারও একটি পূর্ণ বছরের। সকালে বিহিতপূজার মাধ্যমে পালিত হচ্ছে দশমীপূজা। বিহিতপূজা শেষে দর্পণ-বিসর্জন দেওয়া হবে। বিজয়া দশমীতেই দুর্গা কৈলাসে গমন করেন, তাই মা দুর্গাকে বিদায় জানাতে সিঁদুর খেলায় মেতে উঠবেন ভক্তরা। অন্তরে দেবী মাকে রেখে বিদায়ের সুর বাজবে ঢাক ও শঙ্খের ধ্বনিতে। মণ্ডপে মণ্ডপে পুরোহিতের মন্ত্র পড়ার পাশাপাশি ভক্তদের চোখে থাকবে বেদনার জল।