রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১০:১৩, ২ অক্টোবর ২০২৫

আজ বিজয়া দশমী, শারদীয় দুর্গোৎসবের শেষ দিন

আজ বিজয়া দশমী, শারদীয় দুর্গোৎসবের শেষ দিন
ছবি: সংগৃহীত

আজ মহা বিজয়া দশমী, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শেষ দিন। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে তাদের প্রধান ধর্মীয় এ উৎসব। আজ দেবী দুর্গা মর্ত্যলোক ত্যাগ করে ফিরে যাবেন কৈলাশে, আর ভক্তরা অপেক্ষায় থাকবেন আবারও একটি পূর্ণ বছরের।

সকালে বিহিতপূজার মাধ্যমে পালিত হচ্ছে দশমীপূজা। বিহিতপূজা শেষে দর্পণ-বিসর্জন দেওয়া হবে। বিজয়া দশমীতেই দুর্গা কৈলাসে গমন করেন, তাই মা দুর্গাকে বিদায় জানাতে সিঁদুর খেলায় মেতে উঠবেন ভক্তরা। অন্তরে দেবী মাকে রেখে বিদায়ের সুর বাজবে ঢাক ও শঙ্খের ধ্বনিতে। মণ্ডপে মণ্ডপে পুরোহিতের মন্ত্র পড়ার পাশাপাশি ভক্তদের চোখে থাকবে বেদনার জল।

এরপর পূজার সব কার্যক্রম শেষে দেবীদুর্গাকে দেওয়া হবে বিসর্জন। দশমীতে দেবী মর্ত্যলোক ছাড়বেন দোলায় চড়ে। বিসর্জন উপলক্ষে শহরের বিভিন্ন পয়েন্টে বাড়তি নিরাপত্তা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

মহা ষষ্ঠীপূজার মধ্যদিয়ে গত রোববার (২৮ সেপ্টেম্বর) শুরু হয় পাঁচ শারদীয় দুর্গোৎসব। দশমীর বিহিতপূজা ও দর্পণ-বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব।

সর্বশেষ