বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

ভিসা

ভিসা

মার্কিন যুক্তরাষ্ট্রে ৬ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল  

মার্কিন যুক্তরাষ্ট্রে ৬ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল  

যুক্তরাষ্ট্র ৬ হাজারেরও বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, আইন ভঙ্গ, মেয়াদোত্তীর্ণ অবস্থায় দেশে অবস্থান এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে এসব ভিসা বাতিল করা হয়েছে। স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, ভিসাধারীদের অনেকেই হামলা, মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো, চুরি এবং অন্যান্য অপরাধে জড়িত ছিলেন। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদে সহায়তা’র অভিযোগও আনা হয়েছে। তবে ‘সন্ত্রাসবাদে সহায়তা’ বলতে কী বোঝানো হয়েছে, তা স্পষ্ট করেনি কর্তৃপক্ষ।