বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১১:১০, ২৫ আগস্ট ২০২৫

যুক্তরাষ্ট্রের ভ্রমণ ভিসা খরচ বাড়ছে ১৩৫ শতাংশ

যুক্তরাষ্ট্রের ভ্রমণ ভিসা খরচ বাড়ছে ১৩৫ শতাংশ
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রে ভ্রমণ এখন আরও ব্যয়বহুল হতে যাচ্ছে। মার্কিন কংগ্রেসে পাস হওয়া নতুন আইন ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’ অনুযায়ী নন-ইমিগ্র্যান্ট ভিসার আবেদনকারীদের অতিরিক্ত ২৫০ ডলার ফি দিতে হবে। আগামী ১ অক্টোবর থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হতে পারে বলে জানিয়েছে ইউএসএ টুডে।

বর্তমানে ভ্রমণ ভিসার (বি১/বি২) ফি ১৮৫ ডলার। নতুন নিয়ম চালু হলে মোট খরচ দাঁড়াবে প্রায় ৪৩৫ ডলার যা এক লাফে ১৩৫ শতাংশের বেশি বৃদ্ধি। তবে যুক্তরাষ্ট্রের ভিসামুক্ত কর্মসূচি (ইএসটিএ)–এর আওতাভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য এ বাড়তি ফি প্রযোজ্য হবে না।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্যাখ্যা অনুযায়ী, নতুন ফি আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চাইলে এটি আগামী অর্থবছরের শুরু থেকেই চালু করা সম্ভব। যদি তা হয়, যুক্তরাষ্ট্রের ভিসা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভিসাগুলোর মধ্যে একটি হয়ে উঠবে।

অতিরিক্ত ফি ফেরতযোগ্য হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে মার্কিন কর্মকর্তারা। কিন্তু ফেরতের সুনির্দিষ্ট কাঠামো বা সময়সীমা এখনো চূড়ান্ত হয়নি। তবুও পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, যুক্তরাষ্ট্র ভ্রমণের খরচ বাড়ছেই।

ইউএসএ টুডের প্রতিবেদন বলছে, নতুন ভিসা ফি শুধু পর্যটক নয়, আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনকেও প্রভাবিত করবে। উদাহরণস্বরূপ, ২০২৬ ফিফা বিশ্বকাপ ও ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে নিম্ন আয়ের দেশগুলোর সমর্থক, এমনকি খেলোয়াড়দের অংশগ্রহণও কঠিন হয়ে পড়তে পারে।

একটি পরিবার যদি পাঁচ সদস্য নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণের পরিকল্পনা করে, তবে শুধু ভিসা ফি বাবদ খরচ দাঁড়াবে দুই হাজার ডলারেরও বেশি। এতে অনেকেই বিকল্প গন্তব্য বেছে নিতে বাধ্য হবেন, যা যুক্তরাষ্ট্রের পর্যটন খাতের জন্য ক্ষতির কারণ হয়ে উঠতে পারে।

ভিসা ফি নীতিতে বিশ্বব্যাপী পারস্পরিক প্রভাব রয়েছে। ফলে যুক্তরাষ্ট্র এ খরচ বাড়ালে, অন্যান্য দেশও একই পথে হাঁটতে পারে। এতে বিদেশ ভ্রমণে আমেরিকানদের খরচও বেড়ে যাবে। ইতোমধ্যেই ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা দিয়েছে, ২০২৬ সাল থেকে তাদের ইটিআইএএস ভ্রমণ অনুমোদন ফি ৭ ডলার থেকে বাড়িয়ে ২০ ডলারের বেশি করা হবে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের তথ্যমতে, ২০২৩ সালে আন্তর্জাতিক ভ্রমণকারীরা দেশটিতে ২১২ বিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছেন। পর্যটন খাত একাই যুক্তরাষ্ট্রের মোট জিডিপির প্রায় ৩ শতাংশ অবদান রেখেছে।

অন্যদিকে, চীন পর্যটন খাত উন্মুক্ত করার পর বিপুলসংখ্যক বিদেশি ভ্রমণকারী আকর্ষণ করেছে। দেশটির সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৪ সালে চীন প্রায় ১৩২ মিলিয়ন আন্তর্জাতিক পর্যটক গ্রহণ করেছে, যা থেকে আয় হয়েছে ৯৪.২ বিলিয়ন ডলার।
 

সর্বশেষ