মার্কিন যুক্তরাষ্ট্রে ৬ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল

যুক্তরাষ্ট্র ৬ হাজারেরও বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, আইন ভঙ্গ, মেয়াদোত্তীর্ণ অবস্থায় দেশে অবস্থান এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে এসব ভিসা বাতিল করা হয়েছে।
স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, ভিসাধারীদের অনেকেই হামলা, মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো, চুরি এবং অন্যান্য অপরাধে জড়িত ছিলেন। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদে সহায়তা’র অভিযোগও আনা হয়েছে। তবে ‘সন্ত্রাসবাদে সহায়তা’ বলতে কী বোঝানো হয়েছে, তা স্পষ্ট করেনি কর্তৃপক্ষ।
বিবিসি জানায়, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর বাড়তি নজরদারির অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এমনকি ফিলিস্তিনপন্থী আন্দোলনে অংশ নেওয়া কিছু শিক্ষার্থীও এই অভিযানের শিকার হয়েছেন। ট্রাম্প প্রশাসনের দাবি, তাঁরা ইহুদি-বিরোধী আচরণ করেছেন।
বাতিল হওয়া ভিসাগুলোর মধ্যে প্রায় ৪ হাজার আইন ভঙ্গের কারণে বাতিল করা হয়েছে। এছাড়া ২০০–৩০০ ভিসা বাতিল হয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের ৩বি ধারার আওতায়। এ ধারায় সন্ত্রাসবাদী কর্মকাণ্ডকে বিস্তৃতভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, যা মানবজীবনের জন্য ঝুঁকিপূর্ণ বা আইন ভঙ্গকারী হিসেবে বিবেচিত।
এর আগে চলতি বছর ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকারের সময়সূচি স্থগিত করেছিল। পরে জুন মাসে তা পুনরায় চালু হয়। তখন নতুন নিয়মে আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট জমা দেওয়ার বাধ্যবাধকতা আরোপ করা হয়। আবেদনকারীদের পোস্ট খতিয়ে দেখে যুক্তরাষ্ট্রের নাগরিক, সংস্কৃতি, সরকার, প্রতিষ্ঠান বা মৌলিক নীতির প্রতি বিদ্বেষ আছে কি না, তা যাচাই করার ঘোষণা দেওয়া হয়।