বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যুর পরিমাণ আরও বাড়বে: ভারতের পররাষ্ট্রসচিব
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, আগামীতে বাংলাদেশিদের জন্য আরও বেশি পরিমাণে ভিসা ইস্যু করা হবে।
সোমবার (৬ অক্টোবর) নয়া দিল্লির ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
বিক্রম মিশ্রি বলেন, 'বাংলাদেশে আমাদের একটি খুব বড় ভিসা কার্যক্রম রয়েছে। এটি গত বছরের জুলাই এবং আগস্টের ঘটনার আগে যে স্তরে ছিল তবে এখন সেই স্তরে নেই। বাংলাদেশে আগের চেয়ে ভারতীয় ভিসা ইস্যু বেড়েছে। আগামীতে এই হার আরও বাড়ানো হবে।'
তিনি বলেন, 'বাংলাদেশে যে ভিসা ইস্যুর সংখ্যা রয়েছে, তা বিশ্বের যেকোনো জায়গায় আমাদের বৃহত্তম ভিসা কার্যক্রমগুলোর মধ্যে একটি।'
বিক্রম মিশ্রি বলেন, '৫ আগস্টের ঘটনা ঘিরে তখন সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি প্রভাবিত হয়েছিল। এর ফলে ভিসা পরিষেবা দেওয়ার জন্য আমাদের প্রয়োজনীয় লোকসংখ্যা পুনর্বিন্যাস করতে হয়েছে। এখন আমাদের ভিসা কার্যক্রম আগের চেয়ে অনেক বেশি বেড়েছে।'
ভারত থেকে বাংলাদেশে পুশ-ইনের পরিমাণ দিনকে দিন বাড়ছে। এ প্রসঙ্গে ভারতীয় পররাষ্ট্রসচিব বলেন, পুশ-ইন প্রক্রিয়া যথাযথ প্রক্রিয়ায় হওয়া উচিত। এটি একটি আইনি প্রক্রিয়ায় বিষয়।
সীমান্ত হত্যা নিয়ে প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্রসচিব বলেন, 'বাংলাদেশের সঙ্গে ভারতের চার হাজার কিলোমিটারের মতো সীমান্ত রয়েছে। নিরাপত্তা, মাদক চোরাচালান, অবৈধভাবে অনুপ্রবেশকারীদের জন্য ভারতীয় সীমানায় এমন ঘটনা ঘটে। ভারতীয় সীমান্ত বাহিনী নিজের ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করে থাকে।'



























