সম্প্রতি-সাম্যের সমাজ গড়তে সবার ঊর্ধ্বে বাংলাদেশী হতে হবে: ব্যারিস্টার ফুয়াদ
বরিশাল-৩ আসনের বাবুগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিনব্যাপী বাবুগঞ্জের পশ্চিমপাংশা, দারোগারহাট, গোয়ালবাতান, রাজারবাড়ি, ধোপাবাড়ি রহমতপুর, হাটখোলা বাজার, রহমতপুর বাজার ও খালপাড় এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ব্যারিস্টার ফুয়াদ। এসময় তিনি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।