বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৯:৪৯, ২৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৯:৫১, ২৬ সেপ্টেম্বর ২০২৫

এস আলমের টাকায় অনেকে দিল্লির হাসিনাকে ফিরিয়ে আনার রাজনীতি করছে: ব‍্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ

এস আলমের টাকায় অনেকে দিল্লির হাসিনাকে ফিরিয়ে আনার রাজনীতি করছে: ব‍্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ
ছবি: সংগৃহীত

বক্তব্যে ব‍্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দায় ও দরদের রাজনীতির পরিবর্তে অতীতের দ্বন্দ্ব ও বিভাজনের রাজনীতি আর হাসিনার দিল্লী ও চোরদের সদ্দার এস আলমের টাকায় নতুন কোন ষড়যন্ত্র বাংলাদেশে হতে দেওয়া যাবে না। ইতিমধ্যে এস আলমের টাকায় ব‍্যবসা করা অনেক রাজনৈতিক দল দিল্লির হাসিনাকে ফিরিয়ে আনার রাজনীতি করছে। 

আজ শুক্রবার মানিকগঞ্জ জেলার বিজয় মেলা মাঠ প্রাঙ্গণে এবি পার্টির মানিকগঞ্জ জেলার শাখার উদ্যোগে জুলাই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। অ‍্যাডভোকেট রফিকুল ইসলাম জনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব‍্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ। 

ফুয়াদ আরো বলেন, যারা নির্বাচন পিছিয়ে বাংলাদেশকে আবার দিল্লীর পুরানো কোন লেন্দুপ দর্জির হাতে তুলে দিতে চাই সেই চক্রান্ত ডাইনোসরের মত মুছে যাবে। এসময় মানিকগঞ্জের সমস্যা তুলে ধরে বলেন, বিট্রিশ পরবর্তী প্রত্যেক সরকারে মানিকগঞ্জ থেকে মন্ত্রী হয়েছে অথচ মানিকগঞ্জে কোন উন্নয়ন হয় নি। এজন‍্য নতুন দল হিসেবে এবি পার্টি জনগণের সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি করবে যেখানে সেবার নামে ঘুষ, দুর্নীতি চাঁদাবাজী থাকবে না। এজন‍্য স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ গড়তে আমরা রাজনৈতিক দল হিসেবে একে অন‍্যের সমালোচনা করবো, প্রতিযোগিতা করবো কিন্তু নোংরা ভাষা, মারামারির রাজনীতি আমরা কেউ করবো না। এ

এছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে  এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ বলেন, বিগত বছরগুলোতে ব‍্যাংক ও জ্বালানী খাতে স্বৈরাচারীরা সবচেয়ে বেশি দুর্নীতি করার সুযোগ পেয়েছে তার কারণ জনগণের সরকার ও রাজনৈতিক দলকে জবাবদিহি করার সাহস করেনি। এজন্য আমরা জনগণকে জবাবদিহি করতে উৎসাহিত করি যেন প্রশ্ন ছাড়া আর কোন স্বৈরাচারী গণতন্ত্রের জন্ম না হয়। 

এবি পার্টির ছায়া কমিটি বিষয়ক সম্পাদক ব‍্যারিষ্টার আব্বাস ইসলাম খান বলেন, এবি পার্টির যেকোন সমস‍্যা সমাধানের জন‍্য সকলের সম্মিলিত পরিকল্পনা ও পরামর্শের মাধ‍্যমে পলিসি তৈরি করতে চাই। শুধুমাত্র অপরিকল্পিত উন্নয়ন দিয়ে দেশকে ইট বালির জনপদ বানাতে চাই না । এসময় তিনি মানিকগঞ্জ জেলার বিজয় মেলার মাঠকে দেখিয়ে বলেন কেন এই মাঠে বসার মত সুন্দর পরিবেশ নাই , পার্ক নাই ? কেন রোড দূর্ঘটনায় প্রতি মাসে হাজার মানুষ মারা যায় ? এর সমাধান খুঁজে বের করাই রাজনীতি । যে রাজনীতিকে আমরা বলছি দূর্ভোগ দূর করার রাজনীতি। 

এসময় সভাপতির বক্তব্যে মানিকগঞ্জ জেলার এবি পার্টির প্রধান সমন্বয়ক রফিকুল ইসলাম জনি, অ‍্যাডভোকেট রফিকুল ইসলাম জনি মানিকগঞ্জের বন‍্যা , নিরাপদ খাবার পানির সংকট ও যোগাযোগ ব্যবস্থার বেহাল দশার কথা তুলে ধরে বলেন, মানিকগঞ্জ ঢাকার পার্শ্ববর্তী জেলা হিসেবে উন্নয়নে সবচেয়ে অবহেলিত হয়েছে । আমরা অবহেলিত মানিকগঞ্জ ও বঞ্চিত জনগণকে আর কোন রাজনৈতিক দলের কাছে ইজারা দেব না । 

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, মানিকগঞ্জ জেলার সমন্বয়ক হায়দারুল হাবীব খান, মুস্তাহাবুর রহমান, জুলাই যোদ্ধা রমজান মাহমুদ, আসাদুল্লাহ, শফিকুল ইসলাম (শহীদ সাদের পিতা) সহ আরো অনেকে।

সদ্য সংবাদ/এসএইচ

সর্বশেষ