গাজায় গণহত্যা: ইসরায়েলকে নিষিদ্ধে যে অজুহাত দেখাল ফিফা
উয়েফা কিছুটা আগ্রহ প্রকাশ করলেও দীর্ঘদিন চুপ ছিল ফিফা। তবে বৃহস্পতিবার (২ অক্টোবর) জুরিখে ফিফা কাউন্সিলের বৈঠকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ইসরায়েলকে নিষিদ্ধ করার বিষয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ‘যারা ভোগান্তির মধ্যে আছে, তাদের কথা আমাদের ভাবনায় রাখতে হবে। এখন ফুটবল থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হতে পারে শান্তি ও ঐক্য। ফিফা ভূ-রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারে না, তবে ফুটবলকে বিশ্বব্যাপী ঐক্য, শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ ছড়ানোর শক্তি হিসেবে ব্যবহার করতে হবে।’