রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য স্পোর্টস

প্রকাশিত: ১২:১২, ১২ আগস্ট ২০২৫

অবশেষে বিয়ে করছেন রোনালদো-জর্জিনা

অবশেষে বিয়ে করছেন রোনালদো-জর্জিনা
ছবি: ইন্টারনেট

দীর্ঘ ৯ বছরের ধরে প্রেমের সম্পর্কে এক সঙ্গে ছিলেন আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজ ও পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার তারা নতুন পর্বে পা রাখতে যাচ্ছেন। বহুদিন এক সঙ্গে থাকার পরে এবার বিয়ে করতে যাচ্ছেন এই তারকা যুগল। তবে এর আগেই তাদের রয়েছে দুই সন্তান এবং রোনালদোর আগের তিন সন্তানও তাদের সঙ্গে থাকেন।

জর্জিনার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে ভক্তদের চমকে দেন। তিনি হাতের আঙুলে হীরার আংটি পরা একটি ছবি পোস্ট করেন। সেই পোস্টে তিনি লেখেন, ‘হ্যাঁ, আমি রাজি, এই জীবনে এবং আমার সব জীবনে।’ ছবিটা হয়তো সৌদি আরবের রিয়াদের কোন এক স্থানের। কারণ রোনালদো এখন সৌদির দল আল-নাসেরের হয়ে খেলছেন।  জুয়েলারি বিশেষজ্ঞদের মতে, আংটিটির দাম কমপক্ষে এক মিলিয়ন ডলার, যার ওজন হবে ১০–১৫ ক্যারেট।

জর্জিনার নেটফ্লিক্স ডকুসিরিজ ‘আই অ্যাম জর্জিনা’-তে চল্লিশ বছর বয়সী পর্তুগিজ ফুটবল তারকা আগেই বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন। অবশেষে সেই মুহূর্ত এসেছে, আংটির ঝলকানিতে স্বপ্ন রূপ নিল বাস্তবে।

২০১৬ সালে মাদ্রিদের এক স্টোরে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার সময় জর্জিনার সঙ্গে দেখা হয় রোনালদোর। এর পরে পরিচয় সেখান থেকে যা দ্রুত ভালোবাসায় রূপ নেয়। বর্তমানে তারা পাঁচ সন্তানের অভিভাবক। যমজ এভা মারিয়া ও মাতেও (২০১৭, সারোগেসি), আলানা (২০১৭), বেলা (২০২২) এবং রোনালদোর জ্যেষ্ঠ পুত্র রোনালদো জুনিয়র (২০১০)। তবে বেলার যমজ ভাই জন্মের পরপরই মারা যায়।

বাগদান ঘোষণার পর থেকেই আলোচনার কেন্দ্রে একটি প্রশ্ন, কবে এবং কোথায় হবে বিয়ে? ঘনিষ্ঠ পরিসরে নাকি বিশ্বজোড়া আয়োজন? যাই হোক না কেন, রোনালদো-জর্জিনার গল্পের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে, আর ভক্তরা অপেক্ষায় তাদের স্বপ্নের বিয়ের দিনটির জন্য।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ