চ্যাম্পিয়ন্স লিগে দ্রুততম ‘পঞ্চাশ’ গোলের রেকর্ড হল্যান্ডের
আবারও ইতিহাস গড়লেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হল্যান্ড। নাপোলির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে গোল করে লিখলেন নতুন ইতিহাস। ২৫ বছর বয়সেই হয়ে গেলেন চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের দ্রুততম ৫০ গোলদাতা। মাত্র ৪৯ ম্যাচেই এই মাইলফলক ছুঁয়ে ফেললেন তিনি।
এর আগে রেকর্ড ছিল রুড ফান নিস্টেলরয়ের, যিনি ৬২ ম্যাচে করেছিলেন ৫০ গোল। বৃহস্পতিবার রাতে সিটির ২-০ গোলের জয়ে গোল করে নতুন রেকর্ড গড়েন হল্যান্ড।
ম্যাচ শেষে সিটির কোচ পেপ গার্দিওলা তার শিষ্যের তুলনা করেন রোনালদো-মেসির সঙ্গে। কোচের ভাষায়, ‘সংখ্যাই সব বলে দেয়। হল্যান্ড এখন ভ্যান নিস্টেলরয়, লেভানডফস্কির সারিতে দাঁড়িয়ে গেছে। তবে বিশেষ করে মেসি-রোনালদোর সঙ্গে তুলনা করতে হবে, যারা দুই দশক ধরে আধিপত্য করেছে। গোল করার ক্ষেত্রে হল্যান্ড অসাধারণ।’
চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদোর সংগ্রহ ১৪০ গোল। হল্যান্ড কি একদিন সেই রেকর্ড ভাঙতে পারবেন এমন প্রশ্নে-গার্দিওলা বলেন, ‘যদি এই ছন্দ ধরে রাখতে পারে, অবশ্যই পারবে। সামনে আরও ১০–১২ বছর খেলতে পারবে। কোনো সন্দেহ নেই।’
শুধু হল্যান্ড নয়, গার্দিওলার প্রশংসা কুড়িয়েছেন ফিল ফোডেনও। 'শেষ দুই ম্যাচে ফিলের ভেতরের আসল প্রতিভা ফুটে উঠেছে। যখন আমরা টানা চতুর্থ লিগ শিরোপা জিতেছিলাম, তখনও ফিলই ছিল প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়। ভালোবাসা ও বিশ্বাস পেলে সে তার প্রকৃত প্রতিভা দেখাতে পারে। আর এখন আমরা সেই ফিলকেই পাচ্ছি।'



























