বিমানবাহিনীর বিশেষ বিমানে দেশে ফিরছে বাংলাদেশ দল ও সাংবাদিকরা

নেপালে টানা তিন দিন অনিশ্চয়তায় কাটানোর পর বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও সাংবাদিকরা বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে আজ দেশে ফিরছেন।
নেপাল সফরে দু'টি ম্যাচ খেলার কথা থাকলেও প্রথম ম্যাচের পর দ্বিতীয়টি নেপালে বিক্ষোভ-সহিংসতার কারণে বাতিল হয়। এরপর দেশটির প্রধানমন্ত্রীর পদত্যাগ করলে বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় জামাল ভূঁইয়ারা আটকে পড়েন নেপালেই। সেদিনই বাংলাদেশ দলের ঢাকায় ফেরার কথা ছিল।
অবশেষে গতকাল বিশেষ বিমানে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও সাংবাদিকদের ফেরার বিষয়টি নিশ্চিত হয়। কঠোর নিরাপত্তায় নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা)র একটি বাসে তাদের বিমানবন্দরে আনা হয়েছে। নেপালে অবস্থানকারী বাংলাদেশের হাইকমিশনার শফিকুর রহমান সবাইকে বিদায় জানাতে সেখানে উপস্থিত রয়েছেন।
উল্লেখ্য, নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ এবং দুর্নীতির অভিযোগ এনে জেন-জির ডাকা বিক্ষোভের ফলে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হয়।