নোবিপ্রবির ৩ শিক্ষার্থীর ওপর হামলায় মামলা, ক্লাস-পরীক্ষা বর্জন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তিন শিক্ষার্থীর ওপর চৌমুহনীতে অতর্কিত হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১২ জুলাই) রাতে বেগমগঞ্জ মডেল থানায় ভুক্তভোগী শিক্ষার্থী অনিমেষ দেবনাথ অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করে মামলাটি করেন। আহত অপর দুই শিক্ষার্থী হলেন সৌমেন বড়ুয়া ও কাজী সাওদাজ জামান। তারা সবাই ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী।