রিকশা থামিয়ে কিশোর গ্যাংয়ের হামলা, ভিডিও ভাইরাল
নোয়াখালী জেলা শহর মাইজদীর সুধারাম থানার সংলগ্ন হাউজিং এলাকায় কিশোর গ্যাংয়ের প্রকাশ্য হামলার ঘটনায় এলাকায় তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের জন্ম দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রিকশায় থাকা এক কিশোরকে হঠাৎ করে একদল কিশোর ঘিরে ধরে। এরপর তারা তাকে বেধড়ক কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। ছেলেটি বাবা-মাকে ডাকলেও রক্ষা পাননি। শেষ পর্যন্ত দৌড়ে প্রাণে বাঁচলেও গ্যাং সদস্যরা তাকে ধাওয়া করতে থাকে।