ধর্ষণ মামলায় ছাত্রদলের বহিষ্কৃত দুই নেতাসহ ৪ জনের নামে চার্জশিট
যশোরের ঝিকরগাছায় এক নারীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় বহিষ্কৃত দুই ছাত্রদল নেতা সহ চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক আবু সাঈদ এ চার্জশিট দাখিল করেন। অভিযুক্তরা হলেন-গদখালী ইউনিয়ন ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আল মামুন হোসেন বাপ্পী, বহিষ্কৃত দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, জাকির হোসেনের ছেলে জাবেদ হোসেন এবং উজ্জল হোসেনের ছেলে আমিনুর রহমান। চারজনই বর্তমানে কারাগারে আছেন।