রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

নজরুল বিশ্ববিদ্যালয়ে খুলনা ডিভিশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের চড়ুইভাতি ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে খুলনা ডিভিশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের চড়ুইভাতি ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের নিচে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. আসাদুজ্জামান (নিউটন)। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক অরিন্দম বিশ্বাস, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ড. জাহিদুল ইসলাম ও ইতিহাস বিভাগের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন।

সিএনজির ধাক্কায় নজরুল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সিএনজির ধাক্কায় নজরুল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ১০ থেকে ১৫টি সিএনজি আটক করে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট এলাকায় সড়ক অবরোধ করেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড গেইট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হলেন: বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের (২০২১-২২) শিক্ষাবর্ষের শ্বাশ্বত গোলদার ও (২০২৪-২৫) শিক্ষাবর্ষের শিক্ষার্থী গাজী মুহিত। দুর্ঘটনার পরপরই তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় রিক্সা চালকও গুরুতর আহত হয়।

জোবায়েদ হত্যার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জোবায়েদ হত্যার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (২০১৯-২০) শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হত্যার ঘটনায় হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সোমবার (২০ অক্টোবর) দুপুরে নজরুল ভাষ্কর্যের সামনে থেকে শুরু হওয়া এই মিছিলটি নতুন প্রশাসনিক ভবন, পুরাতন কলা ভবন ও বিজ্ঞান ভবন প্রদক্ষিণ করে ‘চির উন্নত মম শির’ স্মৃতিস্তম্ভের সামনে এসে শেষ হয়। এসময় মিছিলে উপস্থিত ছাত্রদল নেতা-কর্মীরা জোবায়েদ হত্যার দ্রুত বিচার ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয় নেতাকর্মীরা।

কবি নজরুল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির নতুন নেতৃত্বে হাসিব-সেতু

কবি নজরুল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির নতুন নেতৃত্বে হাসিব-সেতু

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ডিবেটিং সোসাইটির এটি ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি যা আগামী একবছরের জন্য দায়িত্বপ্রাপ্ত। রবিবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির ৪র্থ তলায় এই কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। কমিটিতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে আইন ও বিচার বিভাগের (২০২০-২১) শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হাসিবুর রহমান ও সাধারণ সম্পাদক (জিএস) হিসাবে ফোকলোর বিভাগের (২০২০-২০২১) শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আতিকুর রহমান সেতু নির্বাচিত হয়েছেন।

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বারহাট্টা’র নতুন কমিটি গঠন

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বারহাট্টা’র নতুন কমিটি গঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ রাসেল মাহমুদকে (২০–২১ সেশন) সভাপতি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুম মিয়াকে (২১–২২ সেশন) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন `পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বারহাট্টা` এর নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৫–২৬) অনুমোদন করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেয়া হয়।