রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৩, ১৭ অক্টোবর ২০২৫

আপডেট: ২১:২৩, ১৭ অক্টোবর ২০২৫

শিক্ষিকার সম্মতি ছাড়া ইউটিএল কমিটিতে নাম অন্তর্ভুক্তির অভিযোগ

শিক্ষিকার সম্মতি ছাড়া ইউটিএল কমিটিতে নাম অন্তর্ভুক্তির অভিযোগ

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি আত্মপ্রকাশ করেছে জুলাই বিপ্লবের চেতনা ও মূল্যবোধ ধারণকারী শিক্ষকদের নতুন সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।

গত মঙ্গলবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন ইউটিএল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. বিলাল হোসাইন।

ঘোষিত কমিটিতে ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামানকে আহ্বায়ক এবং লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিভাগের সহকারী অধ্যাপক মো. হারুনুর রশিদকে সদস্য সচিব করা হয়। এছাড়া আহ্বায়ক সদস্য হিসেবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুবুন নাহারের নাম প্রকাশ করা হয়।

তবে কমিটি ঘোষণার ঘণ্টাখানেক পর প্রকাশিত সংশোধিত তালিকায় আহ্বায়ক সদস্যের সংখ্যা ৬ জন থেকে কমিয়ে ৫ জন করা হয়। সেখানে বাদ পড়েন সহযোগী অধ্যাপক ড. মাহবুবুন নাহার। সংগঠনটির পক্ষ থেকে এ পরিবর্তনের বা তাঁকে বাদ দেওয়ার কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

পরদিন বুধবার (১৫ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে ড. মাহবুবুন নাহার অভিযোগ করেন, তাঁর সম্মতি ছাড়া ইউটিএল কমিটিতে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি লেখেন, ‘গতকাল (১৪ অক্টোবর) প্রকাশিত ইউনিভার্সিটি টিচার্স লিংকের কমিটিতে সম্মতি ছাড়া আমার নাম প্রকাশিত হয়েছে। ব্যক্তিগতভাবে আমি এই গ্রুপের কোনো কার্যক্রমের সঙ্গে জড়িত নই। তাছাড়া কোনো মিটিং বা ফর্ম পূরণেও আমার উপস্থিতি ছিল না। আমাকে না জানিয়ে এমন সিদ্ধান্ত গ্রহণ এবং তা বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশ করা অত্যন্ত অসম্মানজনক। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। এই কমিটির সঙ্গে আমার পূর্বে কিংবা বর্তমানে কোনো সম্পৃক্ততা নেই।’

পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘কমিটিতে আমার নাম অন্তর্ভুক্তির বিষয়ে আমি কিছুই জানতাম না। ফেসবুক পোস্টে বিষয়টি স্পষ্ট করেছি। অনুমতি ছাড়া কারও নাম কমিটিতে সংযুক্ত করা দুঃখজনক।’

অন্যদিকে, ইউটিএল নজরুল বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিভাগের সহকারী অধ্যাপক মো. হারুনুর রশিদ বলেন, ‘প্রাথমিকভাবে উনার সম্মতি ছিল। পরবর্তীতে তিনি তাঁর অবস্থান পরিবর্তন করায় আহ্বায়ক কমিটি সংশোধন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা কোনো লিখিত ফর্মের মাধ্যমে নয়, আলোচনার ভিত্তিতেই কমিটি গঠন করেছি। আহ্বায়ক ও উনার মধ্যে কথোপকথনের সময় কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। বিষয়টি আমরা ইতোমধ্যে সমাধান করেছি।’

উল্লেখ্য, চলতি বছরের ২৬ জুলাই সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র–শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ক্যাফেটেরিয়ায় ইউটিএল আত্মপ্রকাশ করে। সংগঠনটির লক্ষ্য হলো শিক্ষকদের মর্যাদা রক্ষা, একাডেমিক সততা, গবেষণার উৎকর্ষতা, নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করা এবং জাতীয় নীতিনির্ধারণে শিক্ষকদের সক্রিয় ভূমিকা রাখায় সহায়তা করা।

সদ্য সংবাদ/ মো. শাহিদুল ইসলাম সবুজ