বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

গুলি করে হত্যা

গুলি করে হত্যা

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিতে নিহত ৬, আহত ১২ 

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিতে নিহত ৬, আহত ১২ 

ইসরায়েলের জেরুজালেমের রামত এলাকায় একটি বাসস্টপে বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। স্থানীয় সময় সোমবার সকালে এ হামলা হয়। খবর বিবিসির। প্রথমে ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানায়, পাঁচজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন পঞ্চাশোর্ধ্ব পুরুষ ও তিনজন তরুণ রয়েছেন যাদের বয়স আনুমানিক ৩০-এর কাছাকাছি। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া ৫০ বছর বয়সী এক নারীও পরবর্তীতে মারা যান। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। পররাষ্ট্র মন্ত্রী গিদিওন সার পরে জানান, নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। আহতদের মধ্যে একজন গর্ভবতী নারীও আছেন।