বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ২০:৪৭, ১২ জুলাই ২০২৫

সাভারে ইয়ামিনকে গুলি করা সেই পুলিশ সদস্য গ্রেফতার

সাভারে ইয়ামিনকে গুলি করা সেই পুলিশ সদস্য গ্রেফতার
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় সাভারে পুলিশের সাঁজোয়া যান (এপিসি) থেকে ফেলে দেওয়া এবং গুলিবিদ্ধ হয়ে নিহত এমআইএসটি শিক্ষার্থী আসহাবুল ইয়ামিনের ঘটনায় জড়িত কনস্টেবল মাহাফুজকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুলি করার বিষয়টি স্বীকার করেছেন তিনি। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

নিহত আসহাবুল ইয়ামিন (২৩) মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, গত ১৮ জুলাই দুপুর ১টা ৩০ মিনিটে সাভার বাজার বাসস্ট্যান্ডে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নিচ্ছিলেন ইয়ামিন। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকরা আন্দোলনে হামলা চালায়। ইয়ামিনকে টেনে সাঁজোয়া যানের কাছে নিয়ে যাওয়া হয় এবং বুকের বাম পাশে গুলি করা হয়। গুলিতে অসংখ্য স্প্লিন্টার তার শরীরে প্রবেশ করে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, এরপর তাকে সাঁজোয়া যানের ওপর ফেলে রাখা হয় এবং পুলিশ সদস্যরা সেই গাড়িটি এপাশ থেকে ওপাশ চালিয়ে জনতার মধ্যে ভীতি সৃষ্টি করতে থাকেন। পরে প্রায় মৃত ইয়ামিনকে রাস্তায় ফেলে রাখা হয়। এ সময় আরেক পুলিশ সদস্যকে পায়ে গুলি করার নির্দেশ দিলেও তিনি গুলি না করে ইয়ামিনকে টেনে নিয়ে রোড ডিভাইডারের পাশে ফেলে দেন।

স্থানীয়রা তখনও ইয়ামিনকে জীবিত অবস্থায় দেখতে পান এবং দ্রুত উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সূত্র: কালের কণ্ঠ