নোয়াখালীর তরুণী হত্যা: শেখ হাসিনাসহ চারজনের বিরুদ্ধে মামলা
নোয়াখালীর সুধারাম উপজেলার মাইজদী বাজারের বাসিন্দা ২৪ বছরের নাছিমা আক্তার ঢাকায় বেড়াতে এসে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এক বছর পর এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। মামলার বাদী নাছিমার ভাই হেলাল উদ্দিন সোলায়মান, যিনি বর্তমানে স্পেনে প্রবাসী।
রোববার (৬ জুলাই) ধানমন্ডি মডেল থানায় তিনি মামলাটি দায়ের করেন। থানার ওসি ক্যশৈন্যু মারমা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক এমপি ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
২০২৩ সালের ১৯ জুলাই বিকালে রাজধানীর ধানমন্ডি ১ নম্বর রোডে একটি ১০ তলা ভবনের ছাদে অবস্থান করছিলেন হেলাল উদ্দিনের ছেলে আইমান (২৩) এবং মেয়ে নাছিমা (২৪)। এ সময় ছাদে উড়তে থাকা হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে আইমান ও নাছিমা গুলিবিদ্ধ হন।
গুলিটি প্রথমে আইমানের বুকে লাগে এবং ভেদ করে গিয়ে নাছিমার মুখ দিয়ে গলায় আটকে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের হাসপাতালে নেওয়া হয়। আইমান ১৫ দিন চিকিৎসা শেষে বেঁচে ফিরলেও, নাছিমা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হেলাল উদ্দিন বলেন, ‘আমি প্রবাসে থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন ছিল এবং মামলা করতে বিলম্ব হয়েছে। তবে সত্য প্রকাশ করতেই আমি মামলা করেছি।’



























