গাজীপুরে আসন বেড়ে কমছে বাগেরহাটে: ইসি
গাজীপুরে সবচেয়ে বেশি ভোটার থাকায় সেখানে একটি নতুন সংসদীয় আসন বাড়ানোর প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) সীমানা নির্ধারণ কারিগরি কমিটি। অন্যদিকে, বাগেরহাটে ভোটার সংখ্যা তুলনামূলকভাবে কম হওয়ায় সেখান থেকে একটি আসন কমানোর প্রস্তাব করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।