গণতন্ত্র নিয়ে অসন্তোষ বাড়ছে পশ্চিমা বিশ্বে
পশ্চিমা বিশ্বের নয়টি দেশে পরিচালিত একটি সাম্প্রতিক জরিপে দেখা গেছে, এসব দেশের নাগরিকদের মধ্যে গণতন্ত্র নিয়ে গভীর হতাশা তৈরি হয়েছে। জরিপে অংশ নেওয়া দেশগুলোর আটটিতেই গণতন্ত্র নিয়ে সন্তুষ্টির হার ৫০ শতাংশের নিচে, আর ভবিষ্যতে গণতন্ত্রের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রায় সব দেশের অধিকাংশ মানুষ। গবেষণা সংস্থা ইপসোস পরিচালিত এই জরিপে ক্রোয়েশিয়া, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্পেন, সুইডেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রায় ১০ হাজার মানুষের মতামত নেওয়া হয়।