বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২১, ১৬ জুলাই ২০২৫

আপডেট: ২১:২১, ১৬ জুলাই ২০২৫

গোপালগঞ্জের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ দফা দাবি

গোপালগঞ্জের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ দফা দাবি
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার প্রতিবাদে তিন দফা দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এসব দাবি বাস্তবায়নে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে সংগঠনটি।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর শাহবাগ মোড়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ আলটিমেটাম ঘোষণা করেন সংগঠনের সভাপতি রিফাত রশিদ।

তিনি বলেন, “গোটা পুলিশি ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। গোপালগঞ্জসহ সারা দেশে আওয়ামী লীগবিরোধী সাঁড়াশি অভিযান পরিচালনা করতে হবে। দাবি মানা না হলে আমরা কঠোর কর্মসূচিতে যাব।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ দফা দাবি:
১. অবিলম্বে ‘জুলাই ঘোষণাপত্র’ জারি করতে হবে।
২. পুলিশি কাঠামো সংস্কার করে আওয়ামী প্রভাবমুক্ত করতে হবে।
৩. গোপালগঞ্জসহ সারা দেশে সাঁড়াশি অভিযান চালিয়ে সক্রিয় আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে।

রিফাত রশিদ স্পষ্টভাবে জানান, “আওয়ামী লীগের কাউকে বিচার ও দায়মুক্তির বাইরে রাখা যাবে না। দাবি না মানলে আমরা আবারও রাজপথে নামব।”

সর্বশেষ