শনিবার, ০৯ আগস্ট ২০২৫

|২৪ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৮, ১৪ জুলাই ২০২৫

আপডেট: ১৯:৪৯, ১৪ জুলাই ২০২৫

শাহবাগ অবরোধে ছাত্রদল, যান চলাচল বন্ধ

শাহবাগ অবরোধে ছাত্রদল, যান চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

ঢাকার শাহবাগ মোড়ে মব উসকানি ও শিক্ষাপ্রতিষ্ঠানে একাডেমিক পরিবেশ ব্যাহত হওয়ার অভিযোগে অবরোধ কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার বিকেল থেকে সংগঠনটির নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন, যার ফলে মোড়টি দিয়ে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে। অনেক যাত্রীকে গন্তব্যে পৌঁছাতে হেঁটে রওনা দিতে দেখা যায়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে কয়েক হাজার ছাত্রদল কর্মী রাস্তায় অবস্থান নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুর থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন। সেখান থেকে তারা মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাব হয়ে শাহবাগের দিকে অগ্রসর হন।

নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির অভিযোগ করেন, একটি বিশেষ ছাত্রসংগঠন দীর্ঘদিন ধরে গোপন তৎপরতার মাধ্যমে শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ‘গত এক সপ্তাহে একাধিক নির্মম হত্যাকাণ্ড ঘটলেও ঐ সংগঠনের সদস্যরা এসব নিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করেনি। বরং কেবল মিটফোর্ডের একটি ঘটনাকে ঘিরে তারা সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে। এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নাম ব্যবহার করে নানা ধরনের প্রোপাগান্ডাও ছড়াচ্ছে।’

নাসির উদ্দিন নাসির বলেন, ‘এই অসৎ উদ্দেশ্যের বিরুদ্ধে সংগঠনের অবস্থান স্পষ্ট করতে এবং প্রতিরোধ গড়ে তুলতেই আমরা প্রতিবাদ মিছিলের ঘোষণা দিয়েছি। আমাদের কোনো অস্থিরতা তৈরির অভিপ্রায় নেই।’
 

সম্পর্কিত বিষয়: