রোববার, ১০ আগস্ট ২০২৫

|২৫ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ০০:১২, ১৩ জুলাই ২০২৫

‘সংস্কারের নামে বিএনপিকে ধ্বংসের পাঁয়তারা’: রেজাউল করিম

‘সংস্কারের নামে বিএনপিকে ধ্বংসের পাঁয়তারা’: রেজাউল করিম
ছবি: সংগৃহীত

কলামিস্ট গবেষক মেজর (অব.) রেজাউল করিম বলেছেন, দেশে সংস্কার নামে এক প্রহসন চলছে, যার লক্ষ্য বিএনপিকে ধ্বংস করা। শনিবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি মন্তব্য করেন, আপাতত দেশে কোনো বাস্তব সংস্কার সম্ভব নয়, যতদিন প্রতিহিংসার রাজনীতি চলমান থাকবে।

তিনি লেখেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি পদদলিত করে দেশের আপামর জনতার হৃদয়ে আঘাত হানা হয়েছে। এমন দানবীয় কার্যকলাপ এমনকি আওয়ামী লীগের আমলেও ঘটেনি। এর জন্য কোনো ক্ষমা নেই বলেও মন্তব্য করেন তিনি।

সাবেক এই সেনা কর্মকর্তা অভিযোগ করেন, বিএনপির অনেক সিনিয়র নেতা পূর্বতন সরকারের আমলে নিজেদের ব্যবসায়িক স্বার্থে আপস করেছেন এবং আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনে ব্যর্থ হয়েছেন। ফলে এনসিপি, শিবির বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের কৌশলের সঙ্গে তাল মেলাতে হিমশিম খেতে হচ্ছে।

তিনি আরও বলেন, সংস্কারের নামে বিএনপির ভাবমূর্তিকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে। সংস্কারবাদীরা সংগঠনের অতীত ভাবমূর্তিকে অপবাদের মাধ্যমে ধ্বংস করে জনগণের সামনে ভিন্নভাবে তুলে ধরতে চাইছে।

রেজাউল করিম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘পলিটিক্যাল সাকসেস ডিপেন্ডস অন টেকিং দ্য রাইট ডিসিশন ইন দ্য রাইট মোমেন্ট।তিনি জোর দিয়ে বলেন, বিএনপিকে নিজেদের ঐতিহ্য ইমেজ রক্ষা করতে হলে এখনই কৌশলগত আন্দোলনে নামতে হবে, তবে তা যেন সহিংসতা, চাঁদাবাজি বা বিশৃঙ্খলতা নির্ভর না হয়।