৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এনসিপি: সারজিস
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩০০ আসনে নিজেদের প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীতে বিভাগের চারটি জেলার আহ্বায়ক এবং সদস্য সচিবদের সঙ্গে সাক্ষাৎকার শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, 'আমরা নিজেদের সংগঠনকে শক্তিশালী করার জন্য প্রস্তুতি নিচ্ছি। যদি আমাদের সংগঠনকে শক্তিশালী করতে পারি, ডিসেম্বরের মধ্যে যদি প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি থাকে, তাহলে ৩০০ আসনে আমরা শক্তিশালী প্রার্থী দিতে পারব।'
তিনি বলেন, 'আগামী ১৫ নভেম্বরের মধ্যে উত্তরাঞ্চলের আহ্বায়ক কমিটি গঠন করা হবে। ডিসেম্বরের মধ্যে দেশের সকল ওয়ার্ডগুলোতে আমাদের আহ্বায়ক কমিটি থাকবে। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশের প্রতিটি জেলা-উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি করা হচ্ছে।'
রাজনৈতিক জোট গঠনের প্রশ্নে তিনি বলেন, 'আগামীর বাংলাদেশ এবং জনগণের স্বার্থকে সামনে রেখে কোনো দলের সঙ্গে ঐকমত্য হলে জোট হতে পারে।'
অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলমসহ কেন্দ্রীয় এবং ময়মনসিংহ বিভাগের নেতারা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এমটি



























